আজ ১৫ মার্চ। ১৮৭৭ সালের আজকের দিনেই বিশ্বের প্রথম টেস্ট ম্যাচের আসর বসেছিল অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। খেলাটি হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ২৪৫ রানের টোটাল তুলতে সাহায্য করে চার্লস ব্যনারম্যানের ১৬৫ রানের ইনিংস। ইংল্যান্ডের হয়ে অ্যালফ্রেড শ এবং জেমস সাউদার্ন ৩টি করে উইকেট নেন। প্রথম ইনিংসে অবশ্য ইংল্যান্ড গুটিয়ে যায় ১৯৬ রানেই। ৪৯ রানে এগিয়ে থাকে অজিরা । বিলি মিডউইন্টার নেন ৫টি উইকেট। ইংল্যান্ডের হ্যারি জাপের ব্যক্তিগত ৬৩ রানে কিছুটা লড়াইয়ের জায়গায় যায় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের অ্যালফ্রেড শ এর বোলিং দাপটে মাত্র ১০৪রানেই শেষ হয় অষ্ট্রেলিয়ার ইনিংস।৩৪ ওভার বল করে অ্যালফ্রেড ৩৮ রান দিয়ে নেন ৫টি উইকেট।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের লক্ষ্য ছিল ১৫৪ রান। কিন্তু অস্ট্রেলিয়ার টম কেন্ডেল মাত্র ৫৫রান দিয়ে একাই নিয়েছিলেন মোট ৭টি উইকেট। ৪৫ রানে সেই ম্যাচে জয়ী হয়েছিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড বা ক্রিকেট অস্ট্রেলিয়া ( CA ) ঘোষণা করেছে যে আগামী ২০২৭ সালের ১১থেকে ১৫মার্চ মেলবোর্নে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে একটি ডে নাইট টেস্ট খেলা হবে। এই ম্যাচের দ্বারাই উৎযাপিত হবে বিশ্বের প্রথম টেস্ট ম্যাচের ১৫০ বছর।
Comments :0