Elephant Attack

হাতির হামলায় মৃত এক

জেলা

রাতে কৃষি জমির ফসল পাহারা দেবার সময় বুনো হাতির আক্রমণে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মালবাজার ব্লকের রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃত ব্যক্তির নাম অঞ্জুলুধ ওরাও (৪৭)। মৃত্যের বাড়ি রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েত এলাকার রানীখোলা লাইনে। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার অনেকেই কৃষি কাজের সাথে যুক্ত। শীত পড়তেই জমির ধান পাকতে শুরু করেছে। কৃষি জমি সংলগ্ন এলাকায় টংঘর বানিয়ে রাতে পাহারা দিয়ে থাকেন কৃষি কাজের সাথে যুক্ত সকলে। বৃহস্পতিবার রাতে ওই ব্যক্তি কৃষি জমি পাহারা দিচ্ছিলেন। হঠাৎই বুনো হাতির সামনে পড়ে গেলে হাতিটির অতর্কিত আক্রমণে মৃত্যু হয় ওই ব্যাক্তির। দুর্ঘটনার খবর চাউর হতেই শোকের ছায়া নেমে আসে রানীখোলা লাইন এলাকায়। এদিন সকালে মালবাজার থানায় মৃত ব্যাক্তির পরিবারের সদস্য সহ প্রতিবেশীরা। থানায় উপস্থিত হন রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক চিক বড়াইক সহ অন্যান্যরা। স্থানীয় বাসিন্দা সুমন চিক বাড়াইক জানিয়েছেন, ওই ব্যক্তি কৃষি জমি পাহারা দেবার সময় বুনো হাতির সামনে পড়ে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটে। মালবাজার বন্যপ্রাণ বিভাগ সূত্রে জানাগেছে, জমির ফসল পাহারা দেবার সময় বুনো হাতির হানায় মৃত্যুর ঘটনা ঘটেছে। সরকারি নিয়ম মোতাবেক যাবতীয় প্রক্রিয়া করা হবে। এদিন মৃত অঞ্জুলুধ ওরাও দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। ময়না তদন্তের সম্পন্ন হবার পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে মালবাজার থানা সূত্রে জানা গেছে।

Comments :0

Login to leave a comment