ক্রিস্টোফার নোলানের ব্লকবাস্টার বায়োপিক 'ওপেনহেইমার' এবারের অস্কারে সেরা ছবি, সেরা অভিনেতা ও সেরা পরিচালকসহ সাতটি পুরস্কার জিতেছে।
রবিবার (১০ মার্চ) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হলো হলিউডের সবচেয়ে বড় অনুষ্ঠান। সবার চোখ ছিল ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমারের দিকে, যা ১৩ টি বিভাগে মনোনয়নের জন্য বিবেচিত হয়েছিল। সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা পার্শ্ব অভিনেতা, সেরা সিনেমাটোগ্রাফি, সেরা চলচ্চিত্র সম্পাদনা এবং সেরা মৌলিক সুর বিভাগে ছবিটি সাতটি অস্কার ঘরে তোলে। কিলিয়ান মারফি, নোলান এবং রবার্ট ডাউনি জুনিয়র এই বায়োপিকের জন্য তাদের প্রথম অস্কার জেতেন।
গ্রেটা গারউইগের ‘বার্বি’ সেরা মৌলিক গান ‘হোয়াট ওয়াজ আই মেড ফর?’ বিভাগে অস্কার জিতেছে।
Oscars 2024 Full Winners
অস্কার ২০২৪: ওপেনহাইমারের ঝুলিতে ৭টি অস্কার
×
Comments :0