আইএসএল’র গুরুত্বপূর্ণ ম্যাচ মঙ্গলবার। তার ঠিক আগে, সোমবার, ইস্টবেঙ্গল কোচ অস্কার জানালেন প্রথম এগারোর বেশ কয়েকজন নামতে পারছেন না।
এদিন সাংবাদিক সম্মেলনে কোচের সঙ্গে ছিলেন গোলরক্ষক প্রভসুখন সিং গিল।
পাঞ্জাবের বিপক্ষে দলের বেশ কয়েকজন ফুটবলার নামতে পারছেন না চোট ও কার্ড সমস্যার কারণে। গিলও মানছেন যে বিষয়টি খুবই সমস্যার।
অস্কার এদিন বিপক্ষ সম্পর্কে মূল্যায়নও জানিয়েছেন। তিনি বলেন, ‘‘আমাদের বিপক্ষ দল খুবই শক্তিশালী। দুই উইং খুবই গতিসম্পন্ন। তবে আমরা টিমগেমের ভরসায় মাঠে নামব।’’ খেলোয়াড়দের চোট সমস্যা ও ফিটনেসের অভাবে ভুগছে দল। সেটা নজর এড়ায়নি কোচের। তিনি বলেন, ‘‘আমরা বেশ কিছু ফুটবলারের মেডিক্যাল টেস্ট করাবো। আর কিছুদিনের মধ্যেই আমরা নিশ্চিত হব প্রত্যেক ফুটবলারের ফিটনেস কী অবস্থায় রয়েছে।’’
দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় তালালের চোটে ছন্দপতন হয়েছে। অস্কারের বলেছেন, ‘‘ভালো ফুটবল খেলতে চাই। এই পরিস্থিতিতে কোনো কিছু পরিবর্তন করার কোনও মানেই হয় না।’’
অর্থাৎ মঙ্গলবারের ম্যাচে সম্পূর্ণ ইতিবাচক মনোভাব নিয়েই ৩ পয়েন্ট ঘরে তুলতে চান অস্কার ব্রুজন। এই মুহূর্তে পাঞ্জাবের পয়েন্ট ১০ ম্যাচে ১৮। লাল হলুদকে শেষ ছয়ে যেতে হলে বেশ কিছু শক্ত হার্ডল পেরোতে হবে। ১২ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে রয়েছে ইস্টবেঙ্গল ।
East Bengal Oscar
পাঞ্জাবের বিপক্ষে ‘ভালো ফুটবল’ খেলতে চাইছেন অস্কার
×
Comments :0