EC MODI

২ নির্বাচন কমিশনার নিয়োগে বৈঠক ডাকছেন মোদী

জাতীয়

দুই নির্বাচন কমিশনার নিয়োগ করতে ১৫ মার্চের মধ্যে বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কমিশনের সদস্য অনুপ চন্দ্র পান্ডে অবসর নেন গত মাসেই। আরেক নির্বাচন কমিশনার অরুণ গোয়েল পদত্যাগ করায় কমিশনে দু’টি পদ শূন্য।
নির্বাচনের দিন ঘোষণা হওয়ার সম্ভাবনা ছিল চলতি সপ্তাহেই। কিন্তু আচমকা গোয়েলের ইস্তফায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখন কমিশনে একমাত্র সদস্য মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। 
জানা গিয়েছে, কেন্দ্রীয় আইন মন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের নেতৃত্বে স্বরাষ্ট্র সচিব এবং জন নিয়োগ ও প্রশিক্ষণ সচিব পাঁচটি নাম বেছেছে। নাম চূড়ান্ত হবে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটিতে। তিন সদস্যের এই কমিটিতে আবার থাকবেন কেন্দ্রের মন্ত্রী। লোকসভার বিরোধী দলনেতার জন্য আরেকটি পদ রয়েছে কমিটিতে। ফলে সংখ্যাধিক্যে সরকারের পছন্দই চূড়ান্ত হবে।
১৩ বা ১৪ মার্চ হতে পারে বৈঠক। ১৫ মার্চ দুই কমিশনারকে নিয়োগ করতে পারেন রাষ্ট্রপতি।

Comments :0

Login to leave a comment