PROBANDHA | TAPAN KUMAR BAIRAGAYA | Evangelista Torricelli | MUKTADHARA | 2025 FEBRUARY 12

প্রবন্ধ | তপন কুমার বৈরাগ্য | টরিসেলির মৃত্যু | মুক্তধারা | ২০২৫ ফেব্রুয়ারি ১২

সাহিত্যের পাতা

PROBANDHA  TAPAN KUMAR BAIRAGAYA  Evangelista Torricelli  MUKTADHARA  2025 FEBRUARY 12

প্রবন্ধ | মুক্তধারা

টরিসেলির মৃত্যু
তপন কুমার বৈরাগ্য

মাত্র উনচল্লিশটা বসন্ত কাটিয়ে আকাশে উজ্জ্বল নক্ষত্র হয়ে আজো
বিরাজমান করছেন ইভানজেলিস্তা টরিসেলি।যিনি ১৬৪০সালে ব্যারোমিটার
আবিষ্কার করেছিলেন।আজ আমরা এই ব্যারোমিটারের সাহায্যে
আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে জানতে পারি।আজো এর বিকল্প
কিছু নেই।১৬০৪ সালের ১৫ই অক্টোবর তিনি রোমের ইটালীর কায়েঞ্জা শহরে জন্মগ্রহণ করেন। অসাধারণ মেধা নিয়ে তিনি জন্মগ্রহণ করেন।
তিনি ৩৬বছর বয়েসে ব্যারোমিটার আবিষ্কার করেন। এরপর থেকে
সারাপৃথিবীতে তার নাম ছড়িয়ে পড়ে।সালটা ১৬৪৭ এর,১৫ই অক্টোবর।তার 
বন্ধুবান্বব এবং শুভানুধ্যায়ীরা  তার ৩৯তম জন্মদিন বিপুল অর্থ ব্যয় করে
পালন করলেন। এলাকার গরিবলোকেরা পেটপুরে খেলো।যাবার সময়
সকলে টরিসেলিকে প্রাণ ভরে আশীর্বাদ করে গেলেন।অদৃশ্যে ঈশ্বর এটা
দেখে হয়তো হাসলেন।সেই রাত থেকে তার প্রচন্ড জ্বর হলো।
জ্বর আর কিছুতেই  ভালো হতে চাইলো না।তখনকার দিনে ভালো কোনো
চিকিৎসা ছিল না। জ্বরের ঘোরে তিনি প্রলাপ বকতে লাগলেন।
সেইসময় উন্নতমানের যেটুকু চিকিৎসা ছিল তাতে প্রমাণিত হলো তার
টাইফয়েড হয়েছে।দিনের পর দিন তিনি দুর্বল হয়ে যেতে লাগলেন।
তখনকার কোনো চিকিৎসা পদ্ধতি তার শরীর গ্রহণ করলো না।
দেখতে দেখতে নয়দিন কেটে গেল।দশমদিনে তিনি জ্ঞান হারিয়ে
মাটিতে পড়ে গেলেন।কিছুতেই জ্ঞান ফিরলো না।তারিখটা ছিল 
২৫শে অক্টোবর ১৬৪৭খ্রিস্টাব্দ।তরতাজা একজন শ্রেষ্ঠ বিজ্ঞানীর
জীবন মাত্র ৩৯ বছরে ঝরে গেল। গ্যালিওর সবচেয়ে প্রিয় শিষ্য ছিলেন
এই টরিসেলি।তিনি যখন মারা যান তখন ছিলেন খ্যাতির সর্বশীর্ষে।
যেটা আমাদের কাছে বড় বেদনাদায়ক।তার না বলার ইতিহাস এবং
গল্প আমাদের কাছে অনেক কিছুই অসমাপ্তর সাক্ষ্য বহন করে চলেছে। 

Comments :0

Login to leave a comment