PROBANDHAY — TAPAN KUMAR BAIRAGYA — KAZI NAZRUL — MUKTADHARA — 4 SEPTEMBER 2025, 3rd YEAR

প্রবন্ধ — তপন কুমার বৈরাগ্য — নজরুলের মানসলোকের বিপর্যয় — মুক্তধারা — ৪ সেপ্টেম্বর ২০২৫, বর্ষ ৩

সাহিত্যের পাতা

PROBANDHAY  TAPAN KUMAR BAIRAGYA  KAZI NAZRUL  MUKTADHARA  4 SEPTEMBER 2025 3rd YEAR

প্রবন্ধমুক্তধারা, বর্ষ ৩ 

নজরুলের মানসলোকের বিপর্যয়
 

তপন কুমার বৈরাগ্য

কাজী নজরুল ইসলাম ছিলেন এক দূরন্ত সংগ্রামী কবি।
সারা জীবন তাঁকে দারিদ্রের সাথে সংগ্রাম করে এগিয়ে
যেতে হয়েছে। তবুও তিনি জীবনে কোনদিন সুখের
মুখ দেখেন নি।নজরুল ১৩০৬বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ
পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের নিকট চুরুলিয়া
গ্রামে জন্মগ্রহণ করেন।তাঁর পত্নী প্রমীলার জন্ম হয়
বাংলাদেশের ঢাকা জেলার মানিকগঞ্জ মহকুমার অন্তর্গত
তেওতা গ্রামে ।তাঁর ছোটবেলায় নাম ছিল আশালতা সেনগুপ্তা ।তাঁর আর এক নাম ছিল দোলনা দেবী। তাঁর গায়ের রঙ ছিল চাঁপাকলির মতন।নজরুল ইসলাম দোলনাদেবীকে মনে রেখেই ১৯৩০ সালে  লিখলেন দোলনচাঁপা কাব্য গ্রন্থ।১৯২৪ খ্রিস্টাব্দের ২৬শে এপ্রিল শুক্রবার প্রমীলার সাথে তাঁর বিয়ে হয়।
এরপর সস্ত্রীক হুগলীতে এসে বসবাস করতে থাকেন।
এখানে তাঁদের প্রথম পুত্র জন্ম গ্রহণ করে।কিন্তু সে কয়েক
মাস মাত্র বেঁচে ছিল। এরপর তাঁরা কৃষ্ণনগরে চলে আসেন।
এখানে ১৯২৬খ্রিস্টাব্দের ৯ই সেপ্টেম্বর তাঁদের দ্বিতীয় পুত্র
বুলবুলের জন্ম হয়।দুজনের জীবনে এই পুত্রই ছিল প্রাণাধিক
প্রিয়।বুলবুল ছিল অসাধারণ মেধাবী। ১৯৩০ খ্রিস্টাব্দের
৭ই মে তাঁদের প্রাণাধিক প্রিয় বুলবুলের মৃত্যু হয় বসন্ত রোগে।
বুলবুল মাত্র চারবছর বেঁচে ছিল। যে রাতে বুলবুলের
মৃত্যু হয় সেই রাতে নজরুলের হাতে একটাও পয়সা ছিল
না। ছেলের জন্য কাফন,দাফন,নিয়ে যাওয়া,গোরস্তানে
জমি কেনার জন্য তখনকার দিনে প্রায় দেড়শো টাকার
প্রয়োজন।কোথায় পাবেন এতো টাকা।সকলের কাছে
বুকের ব্যথা ও চোখের জল নিয়ে ছুটে গেলেন।কেউ
এক পয়সা সাহায্য করলেন না।নজরুলের হৃদয় বিদীর্ণ
হয়ে গেল।শুধুমাত্র ডি এম লাইব্রেরী ৩৫টাকা সাহায্য
করেছিলেন।কিন্তু এই টাকায় কি হবে?তিনি ছুটে গেলেন
প্রকাশকের কাছে।প্রকাশক বললেন একটা কবিতা
লিখে দিতে হবে।পুত্রহারা বিপর্যস্ত পিতা লিখলেন---
ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুল। প্রিয়
পুত্রের মৃত্যুশোক কবি ও কবি পত্নি সহ্য করতে পারেন
নি।এই মৃত্যুশোক উভয়েরই মানসলোকে আনে দারুণ
বিপর্যয়।তারই করুণ পরিণতি প্রমীলার পক্ষাঘাত এবং
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মস্তিষ্কের
অবশীর্ণতা। 

 


 

Comments :0

Login to leave a comment