একসময় বামপন্থীদের রক্তগঙ্গা বইয়ে দেওয়া হয়েছিল পুরুলিয়ার বরাবাজার ব্লকের বিভিন্ন অঞ্চলে। আজকের শাসক দল সেদিন অনুন্নয়নের দোহাই দিয়ে মাওবাদীদের দোসর করে জঙ্গলমহলকে অশান্ত করেছিল। তৃণমূল ক্ষমতায় আসার পর সর্বত্র অনুন্নয়নের ক্ষত। জঙ্গলের বিষাক্ত কন্দ খেয়ে মানুষকে মরতে হয়। এলাকায় নেই কাজ। ১০০ দিনের কাজ কবে শেষ হয়েছে তা মানুষজন ভুলতে বসেছেন। আগে কাজ করেও তার বকে মজুরি মেলেনি। মানুষ ক্রমশ অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল হয়েছে। অথচ এই কয়েক বছরে এলাকার শাসক দলের নেতাকর্মীদের সম্পত্তি বেড়েছে কয়েক গুণ। পঞ্চায়েতের সমস্ত কাজের হিসাব সহ উন্নয়নের দাবিতে বরাবাজার এলাকার বিভিন্ন বুথে বুথে চলছে পদযাত্রা। শুক্রবার বরাবাজারের পলমা অঞ্চলে এক বিশাল পদযাত্রা গোটা এলাকা পরিক্রমা করে। লাল পতাকায় ঢাকা পড়েছিল রুক্ষ ভূমির আকাশ। উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ।
Panchayat
কাজের হিসাব চেয়ে পুরুলিয়ায় পদযাত্রা
×
Comments :0