Plane Crash

তানজানিয়ায় গভীর জলে পড়ে গেল যাত্রীবাহী বিমান

আন্তর্জাতিক

Plane Crash

আফ্রিকার দেশ তানজানিয়ার লেক ভিক্টোরিয়য়ায় যাত্রীবাহী একটি বেসরকারি বিমান ল্যান্ডিংয়ের ভুলে লেকের গভীর জলে পড়ে যায়। তানজানিয়ার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী রবিবার সকালে বুকোবা শহরের একটি বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় দুজন পাইলট ও ও দুজন ক্রু সহ ৪৯ জন যাত্রী নিয়ে প্রিসিসিয়ান বিমানটি ১০০ মিটার গভীর জলে পড়ে যায়। তানজানিয়ার উত্তর পশ্চিমে কাগেরা প্রদেশে বুকোবা বিমানবন্দর একেবারে লেক ভিক্টোরিয়ার পাশেই। সারাদিন বিমান বুকোবা বিমানবন্দরে নামা-ওঠা করে লেক ভিক্টোরিয়ার ঠিক ওপর দিয়েই। ইতিমধ্যেই নৌকা নিয়ে জুলে পড়ে যাওয়া বিমান থেকে যাত্রীদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। এখনো প্রর্যন্ত ওই বিমান থেকে ২৬ জন যাত্রীকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে আনা হয়েছে বলে খবর।

Comments :0

Login to leave a comment