অস্থায়ী স্বাস্থ্যকর্মীর মারে মৃত্যু হলো পুরুলিয়া দেবেন মাহাতোর সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন এক মহিলার। মৃতার নাম সবিতা সিং সর্দার(৩৬)। বাড়ি পুরুলিয়ার মানবাজার থানার কদমা গ্রামে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায়। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অস্থায়ী স্বাস্থ্যকর্মী সুকান্ত নন্দীকে। মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা হাসপাতাল জুড়ে। হাসপাতালের এত নিরাপত্তার মধ্যে কিভাবে একজন ভর্তি থাকা রোগীকে মারধর করা হয়েছে সে নিয়ে উঠেছে প্রশ্ন।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে, জন্ডিসে আক্রান্ত হয়ে গত রবিবার দুই সন্তানের মা সবিতা সিং সর্দার পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সোমবার দুপুরে হাসপাতালের অস্থায়ী স্বাস্থ্যকর্মী সুকান্ত নন্দী তাঁর ডিউটি শেষ হয়ে যাওয়ার পর ফিমেল মেডিক্যাল ওয়ার্ডে এসে চিকিৎসাধীন অবস্থায় থাকা ওই আদিবাসী মহিলাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। হাসপাতালের অন্যান্য মহিলা এবং পরিবারের লোকজন বাধা দিলে ওই স্বাস্থ্যকর্মী জানান ওই মহিলার ভুত ছড়ানো হচ্ছে। সোমবার রাত ন'টা নাগাদ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই মহিলার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতালে। পুলিশ ঘটনাস্থলে এসে ওই স্বাস্থ্যকর্মী সুকান্ত নন্দীকে গ্রেপ্তার করে। মঙ্গলবার অভিযুক্তকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃত মহিলার পরিবারের সদস্যরা। পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি সুকোমল বিষয়ী ঘটনার কথা স্বীকার করে জানিয়েছেন, যে ওই সময় ডিউটিতে থাকা ওয়ার্ডের নার্সিং স্টাফেরা তাঁকে সমস্ত ঘটনা জানায়। রোগীর পরিবারের পক্ষ থেকে তাঁকে সব জানানো হয়েছে। মঙ্গলবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
Beaten to Death
স্বাস্থ্যকর্মীর মারে রোগীর মৃত্যুর অভিযোগ, চাঞ্চল্য পুরুলিয়ায়
×
Comments :0