Md Salim TMC RSS

জনতা বুঝছে যে আরএসএস’র এজেন্ডাই কার্যকর করছে তৃণমূল, সাক্ষাৎকারে সেলিম

রাজ্য লোকসভা ২০২৪

‘‘গত দু’টি নির্বাচনেই মিথ্যা ভাষ্য তৈরি করা হয়েছিল রাজ্য রাজনীতিতে। মানুষ এখন বুঝেছেন যে তৃণমূল আরএসএস’র এজেন্ডা কার্যকর করছে। তৃণমূল তৈরিই হয়েছিল মার্কসবাদীদের মুছে দেওয়ার লক্ষ্য নিয়ে। তা হয়নি। জনতার কাছে এখন বাম এবং কংগ্রেস বিকল্প শক্তি হয়ে দাঁড়াতে পরেছে। সেই কারণেই এবারের নির্বাচনে ত্রিমুখী লড়াই হচ্ছে।’’
সংবাদ প্রতিষ্ঠান ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-কে দেওয়া সাক্ষাৎকারে এই লোকসভা নির্বাচনকে এভাবেই ব্যাখ্যা করেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। মুর্শিদাবাদ কেন্দ্রে প্রার্থীও তিনি।
সেলিম বলেছেন, ‘‘উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ ঘুরে দেখুন, বাঙলাভাষী মুসলিমরা বুঝছেন যে তাঁদের ভুল বোঝানো হয়েছে। বোঝানো হয়েছিল যে মমতা ব্যানার্জি বিজেপি’র সঙ্গে লড়ছেন। তাঁরা দেখেছেন যে মমতা আসলে বিজেপি’র জন্য রাস্তা পরিষ্কার করে চলেছেন। সংখ্যালঘুদের ওপর দোষ চেপেছে তাঁর জন্য। সুবিধা হয়েছে আরএসএস’র।’’ 
সেলিম বলেছেন, ‘‘নিজেকে এবং ভাইপোকে বাঁচাতে বিজেপি’র সঙ্গে বোঝাপড়া করে চলছেন মমতা।’’
আরেক প্রশ্নে সেলিম বলেছেন, ‘‘কংগ্রেস সমর্থকদের ভোট বামপন্থীদের পক্ষে আসবে কিনা তা নিয়ে সংশয় তৈরি করা হয়েছে। এই কথা ছড়ানো হয়েছে রাজ্যে বিজেপি এবং তৃণমূল বিরোধী শক্তিগুলির ঐক্য আটকাতে। মুর্শিদাবাদ কেন্দ্রেও দেখবেন কংগ্রেস কর্মীরা সিপিআই(এম) কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন। এবার দেখা গিয়েছে জমিতে কর্মীদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে ঐক্য তৈরি হয়েছে।’’     
‘ইন্ডিয়া’ মঞ্চ সংক্রান্ত একটি প্রশ্নে সেলিম বলেন, ‘‘জাতীয় স্তরে ‘ইন্ডিয়া’ একটি রাজনৈতিক মঞ্চ। কোনও নির্বাচনী জোট নয়। এ কথা আমরা বামপন্থীরা প্রথম থেকে বলছি। আবার একথাও বলেছি যে রাজ্যে রাজ্যে পরিস্থিতি আলাদা। পশ্চিমবঙ্গের বাস্তব পরিস্থিতির নিরিখে আমরা বিজেপি এবং তৃণমূল দুই শক্তির বিরুদ্ধেই লড়াই চালাচ্ছি।’’

Comments :0

Login to leave a comment