Mumbai Local Train

মুম্বাই লোকাল ট্রেনে অধ্যাপক খুন

জাতীয়

মুম্বাই লোকাল ট্রেন মালাড স্টেশনে ট্রেন থেকে নামার সময় একটি ছোটখাটো বিবাদকে কেন্দ্র করে হিংসাত্মক ঘটনায় রূপ নেয়। ঘটনায় উত্তরপ্রদেশের এক অধ্যাপককে ছুরি দিয়ে আঘাত করে খুন করা হয়। ৩৩ বছরের অধ্যাপক অলোক কুমার সিং তাঁর সহযাত্রী ২৭ বছর বয়সী ওমকার একনাথ শিন্দের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। আর এর জেরেই ওমকার  অধ্যাপক আলোককে ছুরি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ। 
শনিবার সন্ধ্যায় বোরিভালির উদ্দেশ্যে রওনা হওয়া একটি লোকাল ট্রেন। মালাড স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ঢোকার সময় এই ভয়াবহ ঘটনাটি ঘটে। ভিড় ট্রেন থেকে নামার নিয়ে অধ্যাপক অলোক কুমার সিং এবং ওমকার একনাথ শিন্ডের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, তর্কাতর্কি এমন পর্যায়ে পৌঁছে যে শিন্ডে মেজাজ হারিয়ে ফেলেন এবং অলোক সিংকে হুমকি দেন। ট্রেন থামার সাথে সাথে শিন্ডে ধারালো ছুরি দিয়ে অলোক সিংকে আক্রমণ করে। অধ্যাপক প্ল্যাটফর্মে পড়ে যান। তাঁর প্রচুর রক্তক্ষরণ হয়। অভিযুক্ত ভিড়ের সুযোগ নিয়ে পালিয়ে যান। দ্রুত জিআরপি তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা চলাকালিন তাঁর মৃত্যু হয়। ঘটনায় স্টেশন চত্তরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বোরিভালি জিআরপি স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। যেখানে অভিযুক্ত ওমকার শিন্ডেকে পালিয়ে যেতে দেখা যায়। পুলিশ কুরার এলাকা থেকে মাত্র ১২ ঘন্টার মধ্যে শিন্ডেকে গ্রেপ্তার করে। উত্তরপ্রদেশের বাসিন্দা অলোক কুমার সিং মুম্বাইয়ের এনএম কলেজের অধ্যাপক ছিলেন। মাত্র দুই বছর আগে তাঁর বিয়ে হয়। তিনি মালাডে তাঁর বাড়ি যাওয়ার জন্য ট্রেন উঠেছলেন।  
প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযুক্ত  একজন শ্রমিক। ধাতব পালিশের কাজ করেন। তদন্তে জানা গেছে কোনও অপরাধমূলক রেকর্ড নেই তার নামে। খুনের ঘটনাটি ঘটেছে সম্পূর্ণ রাগের বসে। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে।
মুম্বাই লোকাল ট্রেনে আসনের জন্য ধাক্কাধাক্কি করা বা ওঠা-নামার ঘটনা সাধারণ, তবে সম্প্রতি হিংসার মাত্রা বেড়েছে। গত বছর মুম্বাই লোকাল ট্রেনে  মহিলাদের কামড়ায় মারামারির একটি ভিডিও ভাইরাল হয়। তবে একজন অধ্যাপককে প্রকাশ্যে খুনের ঘটনা যাত্রীদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

Comments :0

Login to leave a comment