মহারাষ্ট্রের পুনে শহরের একটি বিশ্ববিদ্যালয়ের ১৯ বছর বয়সী এক মুসলিম ছাত্রকে ‘লাভ জেহাদে’ জড়িত থাকার অভিযোগে মারধরের অভিযোগ উঠেছে পাঁচ অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে।
চতুষ্রিঙ্গি থানার এক আধিকারিক জানিয়েছেন, ৭ এপ্রিল রবিবার বিকেলে সরকারি সাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দুই ছাত্রীর সঙ্গে যাওয়ার সময় ঘটনাটি ঘটে।
পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং দোষীদের সনাক্ত করার চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
ওই ছাত্র ও ওই দুই বান্ধবী খেয়ে ফেরার পথে মোটরসাইকেলে করে চার-পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের দিকে এগিয়ে আসে। তারা ছাত্রটিকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং তাকে তার আধার কার্ড দেখাতে বলে।
পুলিশ জানিয়েছে, ওই ছাত্র তার অভিযোগে জানিয়েছে, পরিচয়পত্রে তার নাম দেখার পর এক ব্যক্তি জিজ্ঞাসা করেন যে সে বিশ্ববিদ্যালয়ে ‘লাভ জেহাদে’ অংশ নিতে এসেছে কিনা এবং তাকে এবং সেখানে তাকে মারধর করে।
'Love Jihad'
‘লাভ জেহাদ’এর অভিযোগে মারধোর মুসলিম ছাত্রকে
×
Comments :0