আইপিএল শুরু হতে আর বেশিদিন বাকি নেই। প্রত্যেকটি দলের ক্রিকেটারদের প্রস্তুতি রয়েছে তুঙ্গে। রাজস্থান রয়্যালসের দলের অনুশীলনে দেখা মিলল একটি বিশেষ দৃশ্যের। ক্রিকেট খেলার সময়ে পায়ে হালকা চোট পান রাহুল দ্রাবিড়। এই মরশুমে তিনি রাজস্থান দলের অংশ ছিলেননা। কিন্তু ক্রিকেটের টানই তাকে ফিরিয়ে আনল মাঠে। জয়পুরের সওয়াল মানসিং স্টেডিয়ামে অনুশীলন করছিল রাজস্থান দল। তখনই ক্র্যাচ হাতে মাঠে আগমন ঘটলো রাহুলের। ৫২বছরের এই কিংবদন্তি মাঠে এসে আলোচনা সারছিলেন যশস্বী জয়সোয়াল ও রিয়ান পরাগদের সঙ্গে। আগামী ২৩মার্চে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএলের যাত্রা শুরু করবে সঞ্জু স্যামসনের দল।
Rahul Dravid Back To The Field With The Help Of Cruches
ক্রাচের সাহায্যে মাঠে এলেন রাহুল দ্রাবিড়
.jpg)
×
Comments :0