বুধবার রাতে ( বৃহস্পতিবার) মেট্রোপলিটানো স্টেডিয়ামে মাদ্রিদ ডার্বিতে জিতল রিয়াল। টাই ব্রেকারেই নির্ধারিত হল ফলাফল । ম্যাচের প্রথমেই ১ মিনিটের মাথায় রদ্রিগো ডি পলের লো সেন্টার থেকে গোল করেন গ্যালাঘার। গোটা ম্যাচে সিমিওনে ভয়ংকর হতে দেননি এমব্যাপে, ভিনিদের। ট্যাকটিকাল গেমেই আনসেলত্তিকে টেক্কা দিচ্ছিলেন সিমিওনে। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিট নাগাদ পেনাল্টি মিস করেন ভিনিসিয়াস জুনিয়র।ম্যাচ গড়ায় টাইব্রেকারের দিকে। রিয়ালের হয়ে প্রথমে গোল করেন এমব্যাপে, আতলেতিকোর হয়ে গোল করেন সরলোথ। দ্বিতীয় পেনাল্টিতে গোল করেন বেলিংহাম। আতলেতিকোর হয়ে দ্বিতীয় পেনাল্টিতে গোল করেন জুলিয়ান আলভারেজ। যত বিতর্ক এই পেনাল্টি নিয়েই। গোল করলেও পরবর্তিতে ' ভার ' বা VAR এ চেক করে বোঝা যায় শটটি মারার আগে নন কিকিং ফুটটি বলের সঙ্গে হাল্কা টাচ হয়েছিল। ফলে সেই গোলটি বাতিল করা হয়। ফিফার নিয়মানুসারে ম্যাচের মধ্যে এরূপ ঘটনা ঘটলে তখন একটি ইনডাইরেক্ট ফ্রি কিক প্রদান করা হয় দলটিকে। টাইব্রেকারে এই ঘটনা ঘটলে বাতিল করা হয় সেই গোল। তাই নিয়মানুসারেই বাতিল হয় এই গোলটি। তৃতীয় পেনাল্টিতে রিয়ালের হয়ে ভালভের্ডে ও আতলেতিকোর হয়ে কোরেয়া গোল করেন । চতুর্থ পেনাল্টিতে দুই দলের হয়েই মিস করেন ভাসকেজ ও লরেন্টে। শেষে রুডিগারের শটে ফের একবার টাইব্রেকারে জিতে কোয়ার্টার ফাইনালে উঠে গেল রিয়াল মাদ্রিদ। অন্যান্য ম্যাচে আর্সেনালের সঙ্গে ড্র করেছে পি এস ভি। ক্লাব ব্রুজকে হারিয়েছে অ্যাস্টন ভিলা। কোয়ার্টার ফাইনালে আর্সেনালের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।
UEFA CHAMPIONS LEAGUE
মাদ্রিদ ডার্বিতে জয় রিয়ালের, বিতর্কে টাই ব্রেকার

×
Comments :0