নৈহাটি বঙ্কিমাঞ্জল স্টেডিয়ামে RFDL এর ম্যাচে সুদেভার বিরুদ্ধে এগিয়ে ইস্টবেঙ্গল। ১২ মিনিটে গোল সুরজিতের। এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ২০ মিনিটের মাথায় সুদেভা এফসির খেলোয়াড়কে ফাউল করায় লাল কার্ড দেখেন ইস্টবেঙ্গলের ডিফেন্ডার জোসেফ জাস্টিন। ৩৮ মিনিটে সায়ন ব্যানার্জির হেড পোস্টে লেগে ফিরে আসে।
প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ম্যাচের ৬২ মিনিটে দ্বিতীয় গোল করেন সুরজিৎ। অফসাইডের বাঁশি বাজাননি রেফারি। ৬৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন গুরনাজ সিং। ৮২ মিনিটে চতুর্থ গোল করেন আমান। ৬৭ মিনিটে একটি গোল করেন সুদেভার ড্যানিয়েল গুরুং। ১০ জনেও দুর্দান্ত পারফর্ম্যান্স করল ইস্টবেঙ্গল দল।
Comments :0