রবিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। গোটা দেশ উত্তাল হয়েছে আনন্দে। এই নিয়ে তৃতীয়বার জিতেছে ভারত। অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে অনেক প্রশ্ন উঠলেও সবকিছুরই জবাব যেন দিলেন তিনি। ভারতের অধিনায়ক হিসেবে ৫০ওভারের বিশ্বকাপ , টিটোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি। এই তিনটি প্রধান আইসিসি প্রতিযোগিতার ফাইনালে উঠিয়েছেন দলকে। তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। প্রশ্ন উঠেছিল তার অবসররেও। তবে সেই গুঞ্জনে আপাতত জল ঢেলে তিনি জানিয়েছেন যে এখনও চালিয়ে যাবেন খেলা। ২০২৭ বিশ্বকাপেও খেলার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যান্য ম্যাচে তার ব্যাট থেকে আসেনি কোনো বড় রান। তবে ফাইনালে শতরান করতে না পারলেও ৮৩বলে তার করা ৭৬রানই পার্থক্য গড়ে দিল। ক্রিকেট ব্যাটকে তরবারির মতো ব্যবহারের মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন যে তার বিরুদ্ধে ওঠা সমালোচনার প্রতিপক্ষকে তিনি এভাবেই ঘায়েল করেন। বর্তমানে তার বয়স ৩৭। তার ফিটনেস নিয়ে অনেক প্রশ্ন থাকলেও প্রশ্ন থাকবেনা তার ক্রিকেটীয় দক্ষতা ও ব্যাটিংয়ে তার সময়োপযোগী শটগুলির। যেকোনো বড় রান তারা করতে ওপেনিংয়ে রোহিতের থাকাটা যে কতটা জরুরি তা আবারো বুঝিয়েছেন তিনি। নিজের জন্য নয় খেলেন তিনি দলের স্বার্থেই। তাই তার ব্যাট থেকে শতরান না এলেও আসে বেশ কার্যকরী একটি ইনিংস । বড় রানের লক্ষ্যের শিখরে পৌঁছতে যা কাজ করে পর্বতের সর্বশেষ বেসক্যাম্প হিসেবেই।
icc champions trophy
অবসরের গুঞ্জন উড়িয়ে স্বমহিমায় রোহিত

×
Comments :0