SFI Howrah

স্কুল-কলেজে শিক্ষার পরিবেশ ও সন্ত্রাসমুক্ত করার শপথ এসএফআই হাওড়া জেলা সম্মেলন থেকে

জেলা

সম্মেলন থেকে নব নির্বাচিত জেলা কমিটি।

স্কুলে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা ও কলেজের ক্যাম্পাস সন্ত্রাসমুক্ত করার শপথ নিয়েই রবিবার শেষ হলো এসএফআই হাওড়া জেলার ৩৭ তম সম্মেলন। শনিবার দানেশ শেখ লেন বাসস্ট্যান্ডে সমাবেশের পর কমরেড সীতারাম ইয়েচুরি ও কমরেড নেপাল দেব ভট্টাচার্য মঞ্চ এবং তিলোত্তমা ও তামান্না খাতুন মঞ্চে (বি গার্ডেন) সম্মেলন শুরু হয়। সম্মেলন উদ্বোধন করেন সংগঠনের রাজ্য সভাপতি প্রনয় কায্যী। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সংগঠনের জেলা সম্পাদক সৌরভ মন্ডল। সম্মেলনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেনএসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, দীধিতি রায়, বাদসা দাস। বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন। 
সারা দেশে বিজেপি ও আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস স্কুল-কলেজে শিক্ষার পরিবেশ নষ্ট করতে বদ্ধপরিকর। হাজার হাজার স্কুল বন্ধ করে দিয়ে আরএসএস পরিচালিত স্কুল রাজ্যের বুকে নতুন করে খুলতে সাহায্য করছে তৃণমূল কংগ্রেস। শিক্ষায় সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্র ছাত্রীদের ঐক্যবদ্ধ করে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এসএফআই রাজ্য সভাপতি প্রনয় কায্যী। সম্মেলন উদ্বোধন করে তিনি বলেন, "রাজ্যের স্কুলে ছাত্র ছাত্রীদের সংখ্যা কমছে। বন্ধ করে দেওয়া হচ্ছে স্কুল। অভিভাবকদের কাজ না থাকায় পড়াশোনা থেকে সরে গিয়ে কাজের সন্ধানে যেতে হচ্ছে ছাত্র ছাত্রীদের। রাজ্যে কাজ না পেয়ে শিক্ষিত যুবকেরা পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছেন।"
তিনি আরও বলেন, "রাজ্যের কলেজের ক্যাম্পাসগুলিতে ভয়ের পরিবেশ সৃষ্টি করে দখল করে রেখেছে শাসক দলের ছাত্র সংগঠন। কলেজের ক্যাম্পাসগুলিতে অনৈতিক কাজকর্ম পরিচালিত হচ্ছে। রাজ্যে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য ছাত্র ছাত্রীদের সংঘবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
সম্মেলনে সম্পাদকীয় প্রতিবেদনের উপর ২৮ জন ছাত্র প্রতিনিধি আলোচনা করেন। মহঃ তমজিদুর রহমান, দেবজিৎ মাজি ও শ্রেয়া দাসকে নিয়ে গঠিত সভাপতিমন্ডলী সম্মেলনের কাজ পরিচালনা করেন। সম্মেলনে রাজ্যে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা সহ ১৭টি প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সম্মেলন থেকে বিপাশা সাহা সভাপতি, মহঃ তমজিদুর রহমান সম্পাদক, পত্রিকা ইনচার্জ স্বাগতিকা সেন সহ ৩৫ জনের নতুন জেলা কমিটি নির্বাচিত হয়।

 

Comments :0

Login to leave a comment