সামনেই শারদোৎসব। চলছে প্রস্তুতিপর্ব। কিন্তু এই সময়ে বৃষ্টি কী হবে? এই প্রশ্ন এখন সবার মুখে মুখে। সেপ্টেম্বরে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা বলে ছিল মৌসম ভবন। কিন্তু চলতি মাসের প্রথম দুই সপ্তাহে বৃষ্টি তেমন দেখা যায়নি। আশঙ্কা করা হচ্ছে মাসের শেষে বৃষ্টির পরিমান বাড়বে। কিন্তু এখনও স্পষ্ট ভাবে কোনও পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর।
পূর্ব বিহার এবং তার সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও রয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার এবং শুক্রবার। থাকছে কমলা সতর্কতা। উত্তরের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে। দার্জিলিঙ,কালিংপঙ, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় শনিবার পর্যন্ত থাকছে হলুদ সতর্কতা। রবিবার থেকে বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গে।
দক্ষিনবঙ্গের জেলা গুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে। মুর্শিদাবাদ বীরভূম দুই বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া জেলায় দুয়েক পশলা বৃষ্টি হতে পারে। কলকাতা সহ তার সংলগ্ন জেলা গুলিতেও হবে বৃষ্টি। আগামী সপ্তাহের সোমবার পর্যন্ত ভিজবে দক্ষিণবঙ্গ।
Comments :0