Supreme Court SSC

নিয়োগে দুর্নীতি হয়েছে মানলো এসএসসি

রাজ্য

কিছু নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। সুপ্রিম কোর্টে মানলো এসএসসি। মঙ্গলবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে শুনানি পর্বে একথা বললেন এসএসসির আইনজীবী। ১৯ হাজার চাকরি বৈধ বলেছে এসএসসি।

প্রধান বিচারপতি বলেন, ‘‘সরকারি চাকরি আজকাল দুষ্প্রাপ্য। এই সব দেখলে সরকারি চাকরির প্রতি সবার আস্থা উঠে যাবে।’’

কেন ওএমআর শিট সংরক্ষন করেনি এসএসসি? মঙ্গলবার শুনানিতে প্রশ্ন তুললো সুপ্রিম কোর্ট। সোমবারের বদলে মঙ্গলবার এসএসসি মামলার শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টে। ওএমআর শিট, সুপার নিউমেরিক্যাল পোস্ট নিয়ে আদালতে একের পর এক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে এসএসসি এবং রাজ্য সরকারকে।

আগেই প্রধান বিচারপতি বলেছিলেন‘‘ওএমআর শিট নষ্ট করা হয়েছে। কোন প্রতিলিপি নেই। প্যানেলে যাদের নাম নেই তাদের নিয়োগ করা হয়েছে। এটা সম্পূর্ণ একটি জালিয়াতি।’’

শীর্ষ আদালতের পর্যবেক্ষণে প্রশ্ন উঠেছে এসএসসি এবং রাজ্যের শিক্ষামন্ত্রীর দাবিতেও। এসএসসির চেয়ারম্যান এবং শিক্ষামন্ত্রী দুজনেই দাবি করেছিলেন হাইকোর্টে যোগ্য এবং অযোগ্যের তালিকা দেওয়া হয়েছে। কিন্তু হাইকোর্ট সন্তুষ্ট হয়নি। 

 

Comments :0

Login to leave a comment