অবশেষে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নির্বাচনী বন্ড মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করেছে। এদিন এসবিআই আদালতকে আরও জানায় যে ২০১৯ সালের ১ এপ্রিল থেকে ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রাজনৈতিক দলগুলিকে চাঁদা দিতে মোট ২২ হাজার ২১৭ নির্বাচনী বন্ড বিক্রি হয়। এর মধ্যে থেকে ২২ হাজার ৩০ বন্ড ভাঙানো হয়েছে এবছর ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
হলফনামা দাখিল করেছেন ব্যাঙ্কের প্রধান ব্যবস্থাপনা পরিচালক দীনেশ খারা।
নির্বাচনী বন্ডের টাকার পরিমাণ ১৫ দিনের বৈধ সময়ের মধ্যে নির্বাচনী দলগুলি নগদে রূপান্তর করেনি, বরং তা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে স্থানান্তরিত করা হয়েছিল, এসবিআই জানিয়েছে।
সূত্রের মতে, এসবিআই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্বাচন কমিশনে নির্বাচনী বন্ডের বিবরণ জমা দিয়েছে। ২০২২ সালে স্কিম শুরু হওয়ার পর থেকে এসবি আই ৩০টি ধাপে ১৬,৫১৮ কোটি টাকার নির্বাচনী বন্ড ইস্যু করেছে। মঙ্গলবার নির্বাচন কমিশনের কাছে ডিজিটাল ফরম্যাটে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য জমা দেয় SBI. বর্তমানে জম্মু ও কাশ্মীরে রয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। বুধবার রাতে সেখান থেকে দিল্লি ফেরার কথা তাঁর। ১৫ মার্চের মধ্যে SBI প্রদত্ত তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার কথা।
ELECTORAL BOND
সুপ্রিম কোর্টে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য দিল এসবিআই
×
Comments :0