Beaten

প্রতিবাদী শিক্ষককে মারধরের অভিযোগ

জেলা

গভীর রাতে তারস্বরে ডিজে বাজানো বন্ধ করার কথা বলায় এক শিক্ষককে মারধরের অভিযোগ। বুধবার রাতে শিলিগুড়ি ৩৬নম্বর ওয়ার্ডের পঞ্চানন কলোনি এলাকায় ঘটনাটি ঘটেছে।
জানা গেছে রাত সাড়ে বারোটা পর্যন্ত তারস্বরে ডিজে বাজছিলো একটি অনুষ্ঠান বাড়িতে। তার প্রতিবাদ করেন অভিজিৎ সরকার নামে এক স্কুল শিক্ষক। ওই এলাকার ওই স্কুল শিক্ষক সেই সময় ওই বাড়িতে গিয়ে ডিজে বন্ধ করার কথা বলেন। অভিযোগ, ডিজে বাজানো বন্ধ করতে বলায় অনুষ্ঠান বাড়ির লোকজন শিক্ষকের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁকে রাস্তায় ফেলে মারধোর করার পাশাপাশি তাঁর মোবাইল ফোনটিও ভেঙে ফেলা হয়। পরে ওই শিক্ষকের চিৎকার শুনে আশপাশ থেকে লোকজন ছুটে আসেন। গুরুতর জখম অবস্থায় ওই শিক্ষককে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। এই ঘটনায় আশিঘর পুলিশ ফাঁড়িতে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Comments :0

Login to leave a comment