আগামী ২২ জানুয়ারি ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে রয়েছে ভারত - ইংল্যান্ড টি টোয়েন্টি ম্যাচ। তার আগেই স্টেডিয়ামের ' বি ' ব্লক স্ট্যান্ডের নামকরণ করা হল কিংবদন্তী মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর নামে। চাকদাহর মেয়েঝুলন ছাড়াও কর্নেল এনজে নায়ারের নামেও উদ্বোধন হবে একটি স্ট্যান্ডের । ইডেন থেকেই উত্থান ঝুলনের নামে স্ট্যান্ড হওয়ার ঘোষণা শুনে কিছুটা আবেগান্বিত হয়ে পড়েন ঝুলন। বঙ্গ ক্রিকেটের দুই মহীরুহ সৌরভ ও ঝুলন গোস্বামী ভারতীয় ক্রিকেটকে দিয়েছেন অনেক কিছুই । স্ট্যান্ডের নামকরনের ঘোষণার সঙ্গে সঙ্গে বাংলার অনুর্ধ ১৫ দল চ্যাম্পিয়ন হওয়ায় তাদের জন্য ২ লক্ষ্য টাকা আর্থিক পুরস্কারের ঘোষণাও করেন সিএবি সভাপতি স্নেহাশীষ গাঙ্গুলি।
Jhulan Goswami
ইডেনে উন্মোচিত হবে ঝুলন গোস্বামী স্ট্যান্ড
×
Comments :0