t20 world cup

ফাইনালে পাকিস্তান

খেলা

t20 world cup

নিউজিল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে টি ২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল পাকিস্তান। শেষবার দু’দল টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ২০০৭ সালে। সেই ম্যাচে শেষ হাসি হেসেছিল পাকিস্তান। ১৯৯২সালে ৫০ ওভারের বিশ্বকাপের পাকিস্তানকে জিতিয়েছিল ইনজামাম উল হকের অবিশ্বাস্য ব্যাটিং। এই টি-২০ বিশ্বকাপেও অবিশ্বাস্যভাবেই সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। এবারের টি২০ বিশ্বকাপে নিউজিল্যান্ড এসেছে ফেভারিট হিসাবে। যে দলের কিনা সেমিফাইনালে ওঠার কথাই ছিল না, তারাই এবার ফাইনালে। এদিন পাকিস্তানের বিরুদ্ধে টস জেতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়  কিউয়ি দলনায়ক কেন উইলিয়ামসন। ওপেন করতে নামেন ডেভন কনওয়ে এবং ফিন অ্যালেন। ৩ বলে ৪ রান করে মাঠ ছাড়েন ফিন। ১৫ ওভারে ৩ উইকেটে ১০৬ রান নিউজিল্যান্ড। ৩২ বলে ৩টি চার ও ১টি ছয়ের সাহায্যে অর্ধশতরান করেন ডারিল মিচেল। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৫২ রান করে নিউজিল্যান্ড। 

বাবর আজম ও মহম্মদ রিজওয়ান ওপেন করতে নেমে ১০ ওভারে পৌঁছে যায় ৮৭ রানে। ৩৬ বলে অর্ধশতরান পূর্ণ করেন বাবর আজম। পাকিস্তানের ফাইনালের রাস্তা পরিস্কার করে দেয় বাবর আজমের ঝড়ো ব্যাটিং। ৪২ বলে ৫৩ রান করে আউট হন তিনি। ১২ ওভার চার বলে  ১০৫ রানে ১ উইকেট হারায় পাকিস্তান। ৪৩ বলে ৫৭ রান করে ট্রেন্ট বোল্টের বলে আউট হন রিজওয়ান। ‌২৬ বলে ৩০ রান করেন মহম্মদ হ্যারিস। ‌৪ রানে অপরাজিত থাকেন শান মাসুদ।  ১৯ ওভার ‌১ বলে ৩ উইকেটে ১৫৩ রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। ৭ উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে টি ২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যায় পাকিস্তান। ম্যাচের সেরা মহম্মদ রিজওয়ান।  

Comments :0

Login to leave a comment