সোমবার ১২ আসন বিশিষ্ট ঝালদা পৌরসভায় তলবি সভা। আর তাই ঝালদা শহর জুড়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা। কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ঝালদা শহর জুড়ে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই ঝালদা পৌরসভা ঘিরে ফেলা হয়েছে কড়া পুলিশি নিরাপত্তায়। পৌরসভার ২০০ মিটারের মধ্যে জমায়েত করা নিষিদ্ধ জারি করা হয়েছে। ১২ আসন বিশিষ্ট ঝালদা পৌরসভায় বর্তমানে সমীকরণ রয়েছে তৃণমূল ৫ কংগ্রেস ৫ এবং নির্দল ২। এমত অবস্থায় বিগত ১৩ অক্টোবর ঝালদা পৌরসভার পৌর প্রধান সুরেশ আগরওয়ালের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেয় বিরোধী কাউন্সিলাররা। তারপর থেকেই তলবি সভা ডাকা নিয়ে তৈরি হয় শাসক বিরোধী জল্পনা। বিষয়টি গড়ায় কলকাতা উচ্চ আদালত পর্যন্ত। অবশেষে কলকাতা উচ্চ আদালতের রায়ে ২১ নভেম্বর সোমবার ঝালদা পৌরসভায় হয় আস্থা ভোট। এদিন আস্থা ভোটে তৃণমূলকে টেক্কা দিল কংগ্রেস। ২ নির্দল কাউন্সিলর তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়ে কংগ্রেসকে সমর্থন জানালো। তলবি সভায় তৃণমূলের কোনও কাউন্সিলর উপস্থিত ছিলেন না।
Jhalda Municipality
অনাস্থা প্রস্তাবে ঝালদা পৌরসভায় কংগ্রেস জয়ী
×
Comments :0