Tamilnadu

বেসরকারি স্কুলের ফি নিয়ন্ত্রণে বিল পাশ তামিলনাডুতে

জাতীয়

বেসরকারি স্কুলে ফি নিয়ন্ত্রণে বিল পাশ করেছে তামিলনাডু সরকার। রাজ্যের ডিএমকে সরকারের এই বিল শিক্ষা ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 
গত সোমবার রাজ্য বিধানসভায় ‘তামিলনাডু স্কুল সংশোধনী আইন, ২০২৬‘ পাস হয়েছে। এর ফলে বেসরকারি স্কুলগুলির যথেচ্ছ ফি বৃদ্ধি করতে পারবে না। খুব শীঘ্রই এই বিল লাগু করা হবে বলে জানানো হয়েছে। 
বিলের বক্তব্য, তামিলনাড়ু জুড়ে সমস্ত বেসরকারি স্কুলে ফি'য়ের একটি নির্দিষ্ট কাঠামো তৈরি করা হবে। হাইকোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে ৭ জনের একটি কমিটি তৈরি করা হবে ফি কাঠামো নির্ধারণের জন্য যা বেসরকারি স্কুলে গুলির জন্য বাধ্যতামূলক থাকবে। এই ফি তিনটি শিক্ষা বর্ষের জন্য চালু থাকবে। ফলে স্থিতিশীলতা আসবে শিক্ষা ক্ষেত্রে ফি'র ব্যাপারে। এই কমিটিতে রাজ্য অভিভাবক-শিক্ষক সমিতির একজন অভিভাবক প্রতিনিধি, স্কুল শিক্ষা পরিচালক, বেসরকারি স্কুল এবং প্রাথমিক শিক্ষার প্রতিনিধি, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের একজন যুগ্ম প্রধান ইঞ্জিনিয়ার এবং স্কুল শিক্ষা বিভাগের একজন আধিকারিক থাকবেন। সরকারের বক্তব্য ফি নির্ধারণ প্রক্রিয়াটিকে আরও স্বচ্ছ করার জন্য এই কমিটি গঠন করা হয়েছে।
এই সংশোধনী আইনেই প্রধান লক্ষ্য হল বেসরকারি স্কুলগুলির তাদের ইচ্ছা মতো ফি আরোপ যাতে না করতে পারে। সাধারণের নাগালের মধ্যে যাতে স্কুল গুলির বেতন থাকে। সব অংশের সঙ্গে কথা বলেই এই ফি ঠিক করে হবে।

Comments :0

Login to leave a comment