Asha worker protest

দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে লড়াই, জানালেন ‘আশা’ নেতৃত্ব

রাজ্য কলকাতা

ছবি-পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সম্পাদিকা সাবিনা ইয়াসমিন সহ নেতৃবৃন্দ

স্থায়ী সাম্মানিক ন্যূনতম ১৫ হাজার টাকা, সমস্ত বকেয়া প্রদান-সহ একাধিক দাবিতে রাজ্য জুড়ে আন্দোলন চালাচ্ছেন আশাকর্মীরা। নিজেদের দাবি আদায়ে ২৯ দিন ধরে রাজ্য জুড়ে কর্মবিরতি পালন করছেন তারা। বুধবার স্বাস্থ্যভবনে ডেপুটেশন জমা দিতে যাওয়ার কথা ছিল তাদের। কিন্তু শিয়ালদহ, হাওড়া সহ রাজ্যের একাধিক জায়গায় তাদের আটকানো হয়েছে। কোথাও আবার থানায় তুলে নিয়ে যাওয়া হয়েছে। লাঠি চার্জ করা হয়েছে। বর্তমানে তারা ধর্মতলা এবং সল্টলেকে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে। 
সিআইটিইউ অনুমদিত পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সম্পাদিকা সাবিনা ইয়াসমিন বলেন, ‘যে দাবি নিয়ে যারা আজকে শিয়ালদহ সহ অন্যান্য জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন সেই একই দাবি আমাদেরও। আমরা পরিষেবা দিয়ে লড়াই করছি, তাঁরা কর্মবিরতির মধ্যে দিয়ে রাস্তায় নেমে লড়াই করছেন। তারা তো কোনো অপরাধ করছেন না যে তাদের উপর পুলিশি অত্যাচার, লাঠিচার্জ, গ্রেপ্তার হবে। আমরা এই ঘটনার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
তিনি বলে, ‘লড়াই সবার অধিকার, লড়াই সবাই করতে পারে। আমাদের কোন আশা কর্মীদের হেনস্থা করা হয় আমরাও ঝাঁপিয়ে পড়বো। আমাদের আশাকর্মীদের পাশে আমরা থাকবো। আমরা লড়াই যেভাবে চালাচ্ছি সেইভাবেই চালিয়ে যাবো। আমাদের দাবি এক ন্যূনতম মজুরি। সারা ভারতে তা ২৬ হাজার টাকা, মূল্যবৃদ্ধির কারণে আমরা রাজ্যসরকারের কাছে দাবি করেছি ১৫ হাজার টাকা, কর্মরত অবস্থায় মারাগেলে ৫লক্ষ্য টাকা, মোবাইলের ডেটা প্যাকেজে বাবদ ৩৩০ টাকা পাশাপশি, মেডিক্যাল ও মেটারনিটি লিভ দিতে হবে। আমরা এই লড়াই চালাচ্ছি এবং চালাবো। সরকার এবং পুলিশের কাছে আমাদের অনুরোধ আপনারা আশাকর্মীদের হেনস্থা করা বন্ধ করুন। তাদের লড়াইটা তাদের লড়তে দিন, তাদের দাবি গুলি অন্তত স্বাস্থ্যভবনের কাছে পৌঁছেতে দিন।’

Comments :0

Login to leave a comment