Lok Sabha Election Third Phase

রাত পোহালেই ভোট প্রস্তুতি তুঙ্গে

জাতীয় রাজ্য লোকসভা ২০২৪

বিক্ষিপ্ত অশান্তির মধ্যে দিয়ে গত ১৯ এপ্রিল ও ২৬ এপ্রিল যথাক্রমে শেষ হয়েছে প্রথম ও দ্বিতীয় দফার নির্বাচন। দুই দফায় ১৯০টি আসনে ভোট গ্রহণ হয়েছে। তৃতীয় দফায় ভোট গ্রহণ হবে ৭ মে মঙ্গলবার। এই দফার নির্বাচনী প্রচার রবিবার সন্ধ্যা ৬ টায় শেষ হয়েছে। ৭ মে মঙ্গলবার ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৪ আসনে ভোট হবে। এই পর্বে মোট ১৩ হাজারের বেশি প্রার্থী প্রতিদন্দিতা করবেন। যার মধ্যে প্রায় ১২০ জন মহিলা। ভোট গ্রহণ হবে পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, ছত্তীসগড়, গোয়া, কর্নাটক, মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশ। এছাড়া কেন্দ্রশাসিত অঞ্চল নগর হাভলি এবং দমনে ভোট নেওয়া হবে। ভোটগ্রহণ হবে পশ্চিমবঙ্গের ৪ কেন্দ্রেও। ভোটগ্রহণ হবে মালদা (উত্তর), মালদা (দক্ষিণ), জঙ্গিপুর ও মুর্শিদাবাদে। তৃতীয় দফার ভোটগ্রহণে ৪ কেন্দ্রে মোতায়েন থাকবে মোট ৩৩৪ কোম্পানি বাহিনী খবর নির্বাচন কমিশন সূত্রে। রাজ্যে তৃতীয় দফায় ৫৭ জন প্রার্থীর মধ্যে জঙ্গিপুরে ১৪ জন, মালদা উত্তরে ১৫ জন, মালদা দক্ষিণে ১৭ জন। মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের মোট বুথ ১ হাজার ৮১২। মোট ভোটার ১৮ লক্ষ ৫৮ হাজার ১১৬ জন। যার মধ্যে পুরুষ ৯ লক্ষ ৪৪ হাজার ৩৩৩ জন, মহিলা ৯ লক্ষ ১৩ হাজার ৭২৮ ও অন্যান্য ৫৫ জন। মালদহ উত্তরের ৭টি বিধানসভা কেন্দ্র মালদহ জেলার হলেও দক্ষিণ কেন্দ্রের ৫ টি মালদহের ও ২টি মুর্শিদাবাদের। এখানে মোট বুথ ১৭৫৯। 
জঙ্গিপুর, মুর্শিদাবাদ, মালদহ উত্তর ও মালদহ দক্ষিণ কেন্দ্রে মোট ৭৩ লক্ষ ৩৭ হাজার ৬৫১ জন ওই দিন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে পুরুষ ভোটের সংখ্যা ৩৭ লক্ষ ২৫ হাজার ১০২। মহিলা ভোটারের সংখ্যা ৩৬ লক্ষ ১২ হাজার ৩৯৫। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৫৭। 
গুজরাটে ২৫ টি আসনে নির্বাচন হবে তৃতীয় দফায়। কর্ণাটক ১৪, মহারাষ্ট্র ১১, মধ্যপ্রদেশ ৮, ছত্তিশগড় ৭, বিহার ৫, আসামে ৪, উত্তরপ্রদেশ ১০, পশ্চিমবঙ্গ ৪, গোয়া ২, দাদার-নগর হাভেলিতে ২টি আসনে ভোট গ্রহণ হবে মঙ্গলবার। মোট ভোটারের মধ্যে ৮৫ বছরের উর্ধ্বে রয়েছেন ৩৪ হাজার ৫৫৩ জন। 
চতুর্থ দফায় ভোট ১৩ মে। ওই দফার ভোটে আরও বৃদ্ধি পাবে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। চতুর্থ দফায় বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম কেন্দ্রগুলিতে ভোট হবে ১৩ মে, বিজ্ঞপ্তি জারি হবে ১৮এপ্রিল থেকে, ওইদিন থেকেই শুরু হবে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৫ এপ্রিল। প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল। ওই দফায় রাজ্যে ৫৭৮ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। বুধবারই রাজ্যে এসে পৌঁছেছে আরও ১৯০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আসানসোলে ৮৮ কোম্পানি, বীরভূমে ১৩০ কোম্পানি, কৃষ্ণনগরে ৮১ কোম্পানি, মুর্শিদাবাদে ৭৩ কোম্পানি, পূর্ব বর্ধমানে ১৫২ কোম্পানি এবং রানাঘাটে ৫৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে।
পঞ্চম দফায় ভোট হবে ২০ মে বনগাঁ, বারাকপুর, হাওড়া, উলুবেরিয়া, শ্রীরামপুর, হুগলী, আরামবাগ কেন্দ্রে। এর বিজ্ঞপ্তি জারি হবে ২৬ এপ্রিল। প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন ওইদিন থেকেই। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৩ মে। ষষ্ঠ দফায় তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর কেন্দ্রে ভোট হবে ২৫ মে। বিজ্ঞপ্তি জারি হবে ২৯ এপ্রিল। মনোনয়নপত্র জমা হবে ওইদিন থেকেই। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৬ মে, প্রত্যাহারের শেষ তারিখ ৯ মে। সপ্তম ও শেষ দফায় ভোট হবে ১ জুন, দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ডহারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর কেন্দ্রগুলিতে। বিজ্ঞপ্তি জারি ও মনোনয়নপত্র জমা নেওয়া শুরুর তারিখ ৭ মে। মনোনয়নপত্র জমা নেওয়ার শেষ দিন ১৪ মে, তা প্রত্যাহারের শেষ দিন ১৭ মে। ৪ জুন হবে ভোট গণনা। 

Comments :0

Login to leave a comment