কার্শিয়াঙ থেকে সিটং ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার রাতে কার্শিয়াঙের সিটং’এ তীব্র কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গাদে গড়িয়ে পড়ে যাত্রীবাহী গাড়িটি। রাতের পাহাড়ি নিস্তব্ধতায় দুর্ঘটনা ঘটেছে বলে কোনরকম কিছু টের পাওয়া যায়নি। কিন্তু সোমবার সকালে দুর্ঘটনার খবর চাউর হতেই দুর্ঘটনাস্থল থেকে দুর্ঘটনার কবলে পড়া গাড়িটি উদ্ধার করা হয়। একই সঙ্গে দুর্ঘটনায় মৃত তিনজনের দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতরা হলেন ব্রিগেন ভূজেল, রুপেন খাওয়াশ এবং রমেশ গুরুঙ। ব্রিগেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার(বিজিএম দলের সদস্য)ছিলেন। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য দার্জিলিঙ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, কার্শিয়াঙ থেকে সিটং ফেরার সময় আচমকাই পাহাড়ি খাদে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী গাড়িটি গড়িয়ে পড়ে। ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন গাড়ির চালক। গুরুতর জখম গাড়ির চালক শিলিগুড়ির একটি নার্সিংহোমে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান তীব্র কুয়াশার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার জেরে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। রাতে কোনভাবেই কেউ জানতে পারেনি। এদিন সকালে গাড়িটিকে খাদে পড়ে থাকতে দেখে স্থানীয়রা অনুমান করতে পারেন ভয়াবহ দুর্ঘটনার কথা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজে নেমে পড়েন। খবর পেয়ে পুলিশ ও দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ প্রচেষ্টায় মৃতদের উদ্ধার করতে সক্ষম হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে কার্শিয়াঙ থানার পুলিশ। গাড়ির চালক সুস্থ হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনা প্রসঙ্গে দার্জিলিঙের জেলা শাসক মনীষ মিশ্র জানিয়েছেন, সিটং-এ একটি গাড়ি দুর্ঘটনা ঘটেছে। তিনজনের মৃত্যু হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। ব্রিগেন ভূজেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে অনিত থাপা। বিজিপিএমের মুখপাত্র এস পি শর্মা বলেন, দুর্ঘটনায় স্থানীয় পঞ্চায়েত সদস্য ব্রিগেন ভূজেলের মৃত্যু হয়েছে। রাতের অন্ধকারে দুর্ঘটনাটি ঘটেছে। আমরা পরিবারের পাশে থাকব।
Kurseong Accident
কার্শিয়াঙে গাড়ি খাদে পড়ে মৃত ৩
×
Comments :0