CPI(M) TELENGANA

তেলেঙ্গানা জুড়ে আন্দোলনে সিপিআই(এম)

জাতীয়

CPIM TELENGANA PEASANTS STRUGGLE BENGALI NEWS

তেলেঙ্গানার ভাজেডু মন্ডলে জমির দাবিতে ভূমিহীন কৃষকদের নিয়ে লড়াই চালাচ্ছে সিপিআই(এম)। শনিবার ছিল আন্দোলনের পঞ্চম দিন। এদিন কৃষক জমায়েতে বক্তব্য রাখেন সিপিআই(এম) তেলেঙ্গানা রাজ্য কমিটির সদস্য বান্দারু রবিকুমার। এছাড়াও তুমাল্লা ভেঙ্কটরেড্ডি সহ অন্যান্য সিপিআই(এম) নেতৃত্ব বক্তব্য রাখেন। 

এর পাশাপাশি শনিবার তেলেঙ্গানার সিদ্দিপেট জেলায় সশস্ত্র কৃষক বিদ্রোহ সপ্তাহ পালন করে সিপিআই(এম)। বিশাল জনসভায় বক্তব্য রাখেন পার্টির রাজ্য সম্পাদক তথা কেন্দ্রীয় কমিটির সদস্য টি বীরভদ্রম, চুক্কা রামুলু সহ তেলেঙ্গানা’র শীর্ষ সিপিআই(এম) নেতৃবৃন্দ। সশস্ত্র কৃষক বিদ্রোহ সপ্তাহের অংশ হিসেবে রবিবার খাম্মাম এবং মেহেবুবাবাদ জেলাতেও জনসভা হয়। প্রধান বক্তা ছিলেন বীরভদ্রম। 

Comments :0

Login to leave a comment