Tomato price

টমেটোর দাম বাঁধতে নয়া নির্দেশিকা কেন্দ্রের

জাতীয়

দিন দিন বাড়ছে বাজারে সবজির দাম। ঝিঙে ৬০ থেকে ৮০ কিলো, ঢ্যাঁড়স ১০০-১২০ টাকা কিলো। বেগুন ৮০ টাকা কিলো। টমেটোও কিলো প্রতি ১০০ টাকা। প্রায় সমস্ত সবজির দাম রকেট গতিতে বৃদ্ধি পেয়েছে। কিন্তু বাজার দর নিয়ন্ত্রণে রাজ্য সরকারে ভুমিকা শূন্য। একদিকে পঞ্চায়েত ভোট ঘিরে লাগাতার সন্ত্রাসে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। তার ওপরে রাজ্যে কর্মসংস্থানের বেহাল অবস্থা। মানুষের হাতে টাকা নেই। সেখানে দাঁড়িয়ে জিনিস পত্রের আকাশ ছোঁয়া দামে কার্যত মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের।


অন্য কোনও সবজি বা আনাজের দাম নিয়ে চিন্তিত না হলে কেন্দ্রীয় সরকার টমেটোর দাম নিয়ন্ত্রণে পদক্ষেপ নিল। যদিও তা বাস্তবে কতটা প্রতিফলিত হবে তা নিয়ে সংশয় রয়েছে। ক্রেতা বিষয়ক মন্ত্রক, জাতীয় ফসল কোঅপারেটিভ ও বাজার সংস্থাকে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও মহারাষ্ট্র থেকে টমেটো কেনার নির্দেশ দিয়েছে। সেই সব টমেটো রাজ্য গুলির বাজারে সরবরাহ করতে হবে। বিশেষ করে যে সব এলাকায় ব্যাপক হারে দাম বেড়েছে টমেটোর। নতুন টমেটো দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চলে কম দাবে মিলবে শুক্রবার থেকেই জানিয়েছে কেন্দ্র।

Comments :0

Login to leave a comment