শনিবার মোহনবাগান তাঁবুতে ছিল বার্ষিক সাধারণ সভা। এই সভায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। শুরু হয় চেয়ার ছোঁড়াছুঁড়ি। সেই সময় আঘাতপ্রাপ্ত হন মোহনবাগানেরই এক মহিলা সদস্য। তার হাতে সামান্য চোট লাগে। অনভিপ্রেত এই ঘটনায় ব্যথিত তিনি। জানা গিয়েছে, সৃঞ্জয় বোস ও দেবাশিস দত্ত, এই দুই পক্ষের কথা কাটাকাটিতেই শুরু হয় ঝামেলা। বিরোধী পক্ষ হিসেবে সৃঞ্জয় বোসের শিবির ক্লাবে নির্বাচনের দাবি তোলে। ঠিক হয়েছে যে আগামী ১৫ ফেব্রুয়ারি তারিখে ইলেকশন কমিটির মিটিংয়েই ঠিক হবে নির্বাচনের দিনক্ষণ। সেই মিটিংয়ে উপস্থিত থাকবেন দুই পক্ষেরই প্রতিনিধিরা ।
Mohun Bagan Club
মোহনবাগানের বার্ষিক সভায় চেয়ার ছোঁড়াছুঁড়ি
×
Comments :0