শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখে ফেলাই প্রধান কাজ। এই মর্মে বার্তা দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনিসের প্রেস সচিব।
শনিবার কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা’ সংক্রান্ত এক বক্তৃতায় একথা বলেছেন প্রেস সচিব শফিকুল আলম।
এদিনই আবার বাংলাদেশ ছেড়ে দিল্লিতে আশ্রয় নেওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারাত্মক অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন যে তাঁকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। ঢাকা ছাড়তে কুড়ি-পঁচিশ মিনিট দেরি হলেই হত্যা করা হতো তাঁকে। বাংলাদেশ আওয়ামি লিগের ফেসবুক পেজে বিশেষ বার্তায় এই মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের জনতা যদিও মূল্যবৃদ্ধি এবং অন্তর্বর্তী সরকারের চাপানো করের বোঝায় হিমসিম খাচ্ছেন। সরকারের এই পদক্ষেপকে ‘জনগণের পকেট কাটা’ আখ্যা দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। ইউনুস সরকারের নীতিকে স্বৈরাচারী প্রবণতার বলেও সরব হয়েছে।
রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, হাসিনাকে ফিরিয়ে আনার কথা বলে ভারত-বিরোধী জিগির বজায় রাখতে বেশি সচেষ্ট সরকার। মূল্যবৃদ্ধির মতো আর্থিক সঙ্কট আড়ালের চেষ্টা করছে। সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে জামাতে ইসলামির মতো মৌলবাদী শক্তিগুলির জিগিরে সহায়তা করা হচ্ছে কৌশলে। ১৫ জানুয়ারিও ‘শতাধিক পণ্যে বর্ধিত ভ্যাট-শুল্ক প্রত্যাহার’ সহ একাধিক দাবিতে মিছিল করেছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।
এদিকে হাসিনা এদিন বলেছেন যে তাঁকে হত্যার নির্দিষ্ট পরিকল্পনা ছিল বলে অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল তাঁর প্রাণনাশের চেষ্টায়।
উল্লেখ্য, ২০০৪-এ ওই গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হন। কোটালিপাড়ায় তাঁর সমাবেশে বোমা উদ্ধারের ঘটনাও মনে করিয়েছেন তিনি।
বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল হাসিনার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
ঢাকা সরকারিভাবেও দিল্লিকে অনুরোধ জানিয়েছে হাসিনাকে ফেরানোর জন্য।
শফিকুল আলমও এদিন বলেছেন, মানবতার বিরুদ্ধে অপরাধ করেছেন তিনি। হাসিনাকে বিচারের মুখোমুখি বসানোই এখন প্রধান কাজ।
Sk Hasina Bangladesh
হাসিনাকে ফিরিয়ে বিচারের মুখে ফেলাই প্রধান কাজ, বলছেন ইউনুসের সচিব
×
Comments :0