শনিবার আইএসএলে হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল সুনীলদের বেঙ্গালুরু এফসি। সুযোগ ছিল ম্যাচটি জিতে শীর্ষে থাকা মোহনবাগানের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমানোর। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ গোটা দলটাই। ম্যাচের ২১ মিনিটে দেবেন্দ্র মুরগাওকরের গোলে এগিয়ে যায় হায়দরাবাদ। দুই অর্ধে দুই দলই বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিল। হায়দরাবাদ ম্যাচটি থেকে ৩ পয়েন্ট পেতে পারত। কিন্তু গুরপ্রিত দক্ষতার সাথেই গোলদূর্গ রক্ষা করেছিলেন।৭৮ মিনিটে হেডে দারুণ ফিনিশিংয়ে ১ -১ করেন সেই সুনীল ছেত্রী। তবে শেষরক্ষা হয়নি। আওয়ে ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়েই ফিরছে সুনীলের বেঙ্গালুরু। ১৬ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল বেঙ্গালুরু। ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা মোহনবাগানের থেকে যা ৮ পয়েন্ট কম।
ISL: Hyderabad vs Bengaluru
সুনীলদের ড্রয়ের ফলে সুবিধা মোহনবাগানের
×
Comments :0