Mamata, Malda,Tmc

তৃণমূলের হাতে তৃণমূল খুন, সেই মালদহে যাচ্ছেন মমতা

রাজ্য জেলা

মালদহের ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলার দুলাল সরকার খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম মহম্মদ আসরার। সোমবারই মালদহে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
জানা গিয়েছে রবিবার ধৃত আসরার বিহারের পূর্ণিয়ার বাসিন্দা। খুনের দিন তৃণমূল নেতা দুলালের উপর যে ৪জন গুলি চালায় তাদের মধ্যে আসরারও ছিল। 
পুলিশ যে ৮ জনকে গ্রেপ্তার করেছে তা মধ্যে রয়েছেন মালদহ শহরের তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তাঁর ঘনিষ্ঠ স্বপন শর্মা। পুলিশ জানিয়েছে, দুলাল সরকার খুনের মূল মাথা নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মা। ৫০ লক্ষ টাকা সুপারি দিয়ে খুন করানো হয়েছিল দুলালকে। মৃত কাউন্সিলারের স্ত্রী প্রথম থেকেই বলেছিলেন দলের লোকই খুন করেছে দুলালকে। 
তদন্তে নেমে বিহার ও মালদহের ইংরেজবাজার থেকে মহম্মদ সামি আখতার, আব্দুল গনি, টিঙ্কু ঘোষ, অভিজিৎ ঘোষ ও অমিত রজককে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার মালদহেই প্রশাসনিক বৈঠকে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দুলাল সরকার খুনের দায় পুলিশের ওপর চাপিয়েছিলেন তিনি। তিনিই যদিও স্বরাষ্ট্রমন্ত্রী।   
গত ২ জানুয়ারি প্রকাশ্য দিবালোকে খুন হন তৃণমূলের নেতা দুলাল ওরফে বাবলা সরকার। তার কয়েকদিনের মধ্যে কালিয়াচকে খুন করা হয় তৃণমূলের আরেক কর্মীকে। দু’টি খুনে তৃণমূলের যোগাযোগ স্পষ্ট। ধৃতদের মধ্যে রয়েছে তৃণমূলেরই নেতা-কর্মীদের নাম। 
বাবলা সরকারের স্ত্রী চৈতালি ঘোষ দাবি করেছেন যে আরও বড় মাথা রয়েছে এই খুনের পিছনে।

Comments :0

Login to leave a comment