CHILDREN'S DAY & TOY TRAIN

শিশু দিবসে বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে টয়ট্রেন যাত্রা

জেলা

শিশু দিবস উপলক্ষ্যে শিলিগুড়ি জংশন থেকে রঙটঙ পর্যন্ত টয়ট্রেন যাত্রার সাক্ষী থাকলো দার্জিলিঙ হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। শুক্রবার ডিএইচআর ও ইউনিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অটিস্টিক ও দৃষ্টিহীন শিশুদের নিয়ে জংশন থেকে যাত্রা শুরু করে টয়ট্রেন। এদিন সকাল ১১টা নাগাদ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে পাহাড়ের বুক চিরে এগিয়ে চলে খেলনা গাড়ি। নতুন এক অভিজ্ঞতার সাক্ষী থাকলো তারা। বিশেষ দিনে শিলিগুড়ি জংশন স্টেশনে ছিলো উৎসবের আবহ। রঙিন বেলুন, ব্যানারে সেজে উঠেছিলো প্ল্যাটফর্ম। উপস্থিত ছিলেন অ্যসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের কনভেনার রাজ বসু, দার্জিলিঙ হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর ঋষভ চৌধুরী সহ বিশিষ্ট মানুষেরা। 
দার্জিলিঙ হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর ঋষভ চৌধুরী বলেন, বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে এই টয়ট্রেন যাত্রার আয়োজন করতে পেরে আমরা গর্বিত। শিশুরাও অংশ নিয়ে ভীষনভাবে উচ্ছ্বসিত। তাদের এই খুশিই আমাদের বড় সাফল্য। ঐতিহ্যকে আরো মানবিক করা এবং সকলের কাছে টয়ট্রেন ভ্রমনের আনন্দ পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। ইউনিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শক্তি পাল জানান, বিশেষভাবে সক্ষম এই শিশুরা কোনদিন টয়ট্রেনে ওঠেনি। ওদের এই আনন্দই আমাদের বড় প্রাপ্তি। 
শুধু শিশু দিবসের বিশেষ দিনে বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে টয়ট্রেন যাত্রাই নয়, শিশুদিবস উপলক্ষ্যে ১৩ থেকে ১৫ নভেম্বর নানা সাংষ্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে ডিএইচ’র তরফে। ১৫ নভেম্বর সুকনা রেল স্টেশনে স্টেশন মহোৎসব হবে। সেখানে স্থানীয় শিল্প, সংষ্কৃতি, সঙ্গীর ও হস্তশিল্পের জমজমাট পরিবেশনা থাকবে। এছাড়াও মহাত্মা গান্ধীর দার্জিলিঙ সফরের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে একই দিনে শতাব্দী মার্চের রঙটঙ থেকে সুকনা পর্ব সম্পন্ন করা হবে। মার্চ শেষে রঙটঙের শিশুদের জন্য বিশেষ টয়ট্রেন যাত্রারও আয়োজন করেছে ডিএইচআর।

Comments :0

Login to leave a comment