রাসমেলায় পসরা নিয়ে বসেছিলেন একেবারে ছোট পুঁজির বিক্রেতারা। বিকিকিনি করা গেল না! কোচবিহার পৌরসভার নির্দেশ, এবার ফুটপাতে বিকিকিনি আর করা যাবে না। চোখের জলে ভিজলো ঐতিহ্যের রাসমেলার মাটি।
বরাবর শতাব্দী প্রাচীন এই রাসমেলায় ফুটপাতের বিক্রি হয়েছে হরেক খেলনা, ছোট নানা সরঞ্জাম। এবারও পসরা নিয়ে বসেছিলেন বিক্রেতারা। কিন্তু তুলে দেওয়া হয় তাঁদের। কোচবিহার পৌরসভার প্রধান রবীন্দ্রনাথ ঘোষ রয়েছেন এর পিছনে। তিনিই স্পষ্ট জানিয়ে দেন, রাসমেলার ফুটপাতে কিংবা রাস্তার ওপর কোনো রকম ব্যবসা করা যাবে না। এরপরই রাসমেলায় তৃণমূল কংগ্রেসের অস্থায়ী দপ্তরের সামনে পথ অবরোধ করে বিক্ষোভে শামিল হন তারা।
Comments :0