মালগাড়ি লাইনচ্যুত ওডিশায়। এই ঘটনায় দুই শিশু সহ চারজনের মৃত্যু হয়েছে বলে শেষ পাওয়া খবরে জানা গেছে। যার ফলে হাওড়া-দক্ষিণ শাখার ট্রেন চলাচল ব্যহত।
সোমবার সকাল পৌনে সাতটা নাগাদ ভদ্রক থেকে কটকের দিকে যাচ্ছিল একটি মালগাড়ি। জাজপুরের কোরেই স্টেশনে মালগাড়িটি লাইনচ্যুত হয়ে প্ল্যাটফর্মের উপর উঠে পড়ে। ঘটনায় ৪ জনের মৃত্যু এবং দুই জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। চলছে উদ্ধারকাজ।
রিলিফ ট্রেন ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। মালগাড়ি লাইনচ্যুত হওয়ার জেরে দূরপাল্লার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। যার ফলে পশ্চিমবঙ্গের সঙ্গে দক্ষিণ ভারতের সম্পূর্ণ ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। রেল কর্তৃপক্ষ প্রাথমিক ভাবে জানিয়েছেন এই দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।
এই সংবাদ লেখা পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। কারণ দুর্ঘটনার সময় প্ল্যাটফর্মের শেডে বেশকিছু যাত্রী লোকাল ট্রেন ধরার জন্য অপেক্ষা করছিলেন। মালগাড়িটি গিয়ে তাদের ধাক্কা মারে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।
Comments :0