জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের একটি চা–বাগানের পাশ থেকে ১৯ বছরের এক যুবতীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গেছে বানারহাটের বাসিন্দা ওই তরুণী রাজগঞ্জে বান্ধবীর বাড়িতে বেড়াতে এসেছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার সন্ধ্যাবেলায় চা–বাগানের ধার ধরে হাঁটতে গিয়েছিলেন নির্যাতিতা। সেই সময় স্থানীয় দুই যুবক আচমকা তাঁর পথ আটাকায়। অভিযোগ জোর করে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে দলবেঁধে ধর্ষণ করে। সেখান থেকে দৌড়ে গ্রামে ঢুকে গ্রামবাসীদের পুরো ঘটনা খুলে বলেন। তারাই খবর দেয় পুলিশকে। খবর পেয়ে বেলাকোবা আউটপোস্টের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নির্যাতিতাকে হাসপাতালে পাঠায়। নির্যাতিতার বয়ানের ভিত্তিতে অমিত ওরাও এবং গোলাপ ভূমিজ নামে দুই যুবককেই গ্রেপ্তার করে। অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখার্জি জানান, নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে হেফাজতের আবেদন জানানো হয়েছে। জলপাইগুড়ি জেলা আদালতের সহকারী সরকারি আইনজীবী মৃন্ময় ব্যানার্জী জানান, আদালত অভিযুক্তদের দুই দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে।
Gang Rape in Rajganj
রাজগঞ্জে দলবেঁধে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই
×
Comments :0