এনটিএ বাতিল এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তরমন্তরে এসএফআই সহ অন্যান্য ছাত্র সংগঠন গুলোয় ধর্নায় অংশ নিলেন সিপিআই(এম) সাংসদ, কেষক নেতা অমরা রাম।
ছাত্রদের বিক্ষোভ কর্মসূচিতে অমরা রাম বলেন, ‘‘এনডিএ সরকার দেশের ছাত্রদের এবং যুবদের জীবনের ওপর আক্রমণ নামিয়ে এনেছে। গোটা দেশ উত্তাল নিট এবং নেট পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে। এটা প্রমানিত এনটিএ ব্যার্থ পরীক্ষা পরিচালনা করতে। শিক্ষামন্ত্রীর ব্যার্থতা সামনে চলে এসেছে। দেশের সাধারণ ছাত্র ছাত্রীদের স্বার্থে রাস্তায় থেকে যেমন লড়াই চলছে তেমন এনটিএ বাতিলের দাবিতে সংসদের অভ্যন্তরেও লড়াই করবে বামপন্থীরা।’’ রাজ্যসভার দুই সিপিআই(এম) সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং ভি শিবদাসনও উপস্থিত ছিলেন এই বিক্ষোভ কর্মসূচিতে।
বৃহস্পতিবার গোটা দেশে এনটিএ বাতিলের দাবিতে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। তার আগে বুধবার যন্তরমন্তরে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল এসএফআই সহ একাধিক ছাত্র সংগঠন। এসএফআইয়ের পক্ষ থেকে বক্তব্য রাখেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ুখ বিশ্বাস। তিনি বলেন, ‘‘এনটিএ এবং শিক্ষামন্ত্রী ব্যার্থ সুষ্ট ভাবে পরীক্ষা পরিচালনা করতে। সাত বছরে একাধিক বার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। এনটিএ বাতিলের দাবিতে এসএফআইয়ের আন্দোলন চলবে।’’
এসএফআই সভাপতি ভিপি সানু বলেন, ‘‘এই আন্দোলন দেশের ছাত্র ছাত্রীদের স্বার্থে, সঙ্ঘ পরিবার পরিচালিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই আন্দোলন। যতদিন না পর্যন্ত এনটিএ বাতিল করা হচ্ছে ততো দিন এসএফআই রাস্তায় থেকে আন্দোলন চালিয়ে যাবে।’’
এসএফআইয়ের সর্বভারতীয় নেত্রী ঐশী ঘোষ বলেন, ‘‘যখন প্রমানিত এনটিএ পরীক্ষা নিতে ব্যার্থ তাহলে কেন তাকে বাতিল করা হচ্ছে না?’’
SFI Protest
এনটিএ বাতিলের দাবিতে যন্তরমন্তরে এসএফআই বিক্ষোভে সামিল সিপিআই(এম) সাংসদের
×
Comments :0