ব্যালন ডি অর না জেতার আক্ষেপ হয়তো কিছুটা মিটলো ভিনিসিয়াসের । বুধবার ফিফা মেন্স প্লেয়ার অফ দ্যা ইয়ার পুরস্কারে পুরষ্কৃত হলেন রিয়াল মাদ্রিদ তারকা । কিছুদিন আগেই আশ্চর্যজনকভাবেই ব্যালন ডি অর ট্রফি হাতছাড়া হয় ভিনির। ম্যান সিটি ও স্প্যানিশ মিডফিল্ডার রড্রি জিতেছিলেন সেই ট্রফি। তবে ফিফার বর্ষসেরার পুরস্কারটি উঠলো যোগ্য ব্যক্তির হাতেই। ২০২৪-এ রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জিতেছিলেন ভিনি । গত মরশুমে ক্লাবের হয়ে ৩৯ টি ম্যাচে ২৪ টি গোল করেছিলেন ভিনি । এছাড়াও দেশের জার্সিতে ব্রাজিল দলকে নিয়ে গিয়েছিলেন কোপা আমেরিকার কোয়ার্টার অব্দি । বর্ষসেরা ফুটবলার ছাড়াও বর্ষসেরা কোচের পুরষ্কারও ওঠে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আন্সেলোত্তির হাতে । প্রায় ১৭ বছর পর ব্রাজিলিয়ানের হাতে এই পুরস্কার উঠলো । ২০০৭ সালে ফিফার বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন কাকা ।
Vinicius Jr. FIFA
ফিফার বর্ষসেরা ভিনিসিয়াস
×
Comments :0