WBMSRU STRIKE Jalpaiguri

ওষুধের দাম কমাও, ধর্মঘটের প্রস্তুতিতে দাবি

জেলা

শনিবার জলপাইগুড়িতে মেডিক্যাল এবং সেলস কর্মীদের কনভেনশন।

ওষুধের দাম বাড়ানো চলবে না। নিয়ন্ত্রণে রাখতে হবে। ওষুধের ওপর জিএসটি বসানো যাবে না। দেশজুড়ে ধর্মঘটের প্রস্তুতিতে আয়োজিত কনভেনশনে এই দাবি তুলল ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল এন্ড সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়ন।
এফএমআরএআই’র ডাকে ২০ ডিসেম্বর ধর্মঘট সারা দেশে। শনিবার জলপাইগুড়ি জেলা কনভেনশন হয়েছে। রাষ্ট্রায়ত্ত  ওষুধ ও  টিকা নির্মাতা সংস্থাগুলিকে ফের বাঁচিয়ে তোলা, নয়া  শ্রম কোড  বাতিলেরও দাবি জানাচ্ছে ধর্মঘট। সেলস প্রমোশন আইন ১৯৭৬-কে  বহাল রাখা,  বিপণন কর্মীদের জন্য বিধিবদ্ধ কাজের নিয়ম  প্রণয়ন ও কর্তৃপক্ষের  অনৈতিক নজরদারি এবং  হয়রানি বন্ধ করার দাবি তোলা হয়েছে। 
এই  কনভেনশনে ফিল্ড কর্মী সহ অন্যান্য বিভিন্ন গন সংগঠন এর  শতাধিক কর্মী উপস্থিত ছিলেন। অভিজিৎ গাঙ্গুলি ধর্মঘটের সমর্থনে প্রস্তাব  পেশ করেন।  সিআইটিইউ’র পক্ষে শুভাশিস সরকার,  ডব্লুবিএমএসআরইউ’র জেলা সম্পাদক অপূর্ব বিষ্ণু, জেলা নেতা ভাস্কর মুখার্জি, নব্যেন্দু  ধর প্রমুখ  ধর্মঘটের  সমর্থনে  বক্তব্য পেশ করেছেন।   

Comments :0

Login to leave a comment