মঙ্গলবার সকালে ওয়াটগঞ্জের পরিত্যক্ত বহুতল থেকে প্লাস্টিকে মোড়া অবস্থায় উদ্ধার হলো মহিলার ধড়হীন মাথা ও হাত। প্লাস্টিকে মোড়া অবস্থায় দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই খবর দেয় পুলিশে। পুলিশ এসে দেহাংশ উদ্ধার করে। কলকাতা পুলিশের ডিসি (পোর্ট) হরেকৃষ্ণ পাই পৌঁছায় ঘটনাস্থলে। ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা গোয়েন্দা পুলিশের হোমিসাইড বিভাগ।
পুলিশ সূত্রে জানা গেছে, সত্য ডক্টর লেনের ওই পরিত্যক্ত ওই বাড়িটি পাঁচিল দিয়ে ঘেরা। সেখানে কালো প্লাস্টিক পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। সেখান থেকে পচা গন্ধ বের হতে থাকায় স্থানীয়রা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ এসে ওই প্লাস্টিকগুলি উদ্ধার করে। প্যাকেটগুলির মধ্যে মহিলার টুকরো করা দেহ মিলেছে। দেহাংশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশের সন্দেহ অন্য কোথাও ওই মহিলাকে খুন করে দেহ তিনটি অংশে কেটে ওই জায়গায় ফেলা যাওয়া হয়েছে।
Comments :0