রবিবার দুর্গাপুরে ফুলঝোড় মোড় সংলগ্ন একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে ম্যানেজমেন্ট পুড়ুয়া এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে। মৃত ছাত্রের নাম রাজদীপ সরকার (১৮)। আউসগ্রাম থানার দারিয়াপুর গ্রামের বাসিন্দা। মৃতের পরিবারের পক্ষ থেকে নিউ টাউনশিপ থানায় কলেজ কর্তৃপক্ষ, হস্টেল সুপার ও রুম মেট তিনজন ছাত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
বিবিএ প্রথম বর্ষের ছাত্র রাজদীপের জেঠু চঞ্চল সরকার অভিযোগ করেন, এদিন দুপুরে কলেজের পক্ষ থেকে ফোন করে জানানো হয় যে, রাজদীপছাদ থেকে পড়ে গেছে, তাকে বিধাননগরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলেজের পক্ষ থেকে মৃত্যুর সঠিক কারণ বলা হচ্ছেনা। কখনও বলা হয়েছে খাট থেকে পড়ে গেছে, ফোন করতে করতে পড়ে গেছে। র্যাগিংয়ের অভিযোগও করা হয়েছে। পুলিশ খতিয়ে দেখছে গোট বিষয়টি।
Durgapur Student Death
দুর্গাপুরে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, অভিযোগ র্যাগিংয়ের
×
Comments :0