নিয়ীগ দুর্নীতি মামলার তদন্তের ক্ষেত্রে সিবিআই এর ভূমিকা নিয়ে সমালোচনা শোনা গেল কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গলায়। বিচাপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার ক্ষেত্রে যেই সিট গঠন করা হয়েছে সিবিআই এর পক্ষ থেকে সেই দলের অনেক সদস্য সঠিক ভাবে কাজ করছেন না। তার মতে তাদের কাজে খামতি রয়েছে। এই বিষয় নিয়ে তিনি নিজের অসন্তোষও প্রকাশ করেছেন। তিনি মন্তব্য করেছেন যে প্রযোজনে সিটের কয়েক জন আধিকারিককে বদল করা হতে পারে।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সিট গঠন করে সিবিআই। সেই সিটের পক্ষ থেকেই এতদিন শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত চালাচ্ছিল। সূত্রের খবর এদিন দুপুর ২:৩০ নাগাদ এই বিষয় শুনানি হতে পারে।
Comments :0