Kopai

ক্ষোভের আঁচ, প্রতিবাদের ঢেউয়ে কোপাই পাড়ে নির্মাণে নিষেধাজ্ঞা

রাজ্য জেলা

কোপাই পাড়ে সমস্ত ধরনের নির্মান কাজ বন্ধের নির্দেশ জেলাশাসকের। বীরভূম জেলা প্রশাসনের শীর্ষকর্তাদের সরেজমিনে কোপাই পাড়ের নির্মানকাজ পরিদর্শনের জেলাশাসক স্পষ্ট নির্দেশ দিয়েছেন সমস্ত ধরনের নির্মান কাজ বন্ধ করে দেওয়ার। জমির অবস্থান, তার মালিকানার নথি, নির্মানকাজের যাবতীয় অনুপতিপত্র যাচাইয়ের সাপেক্ষে পরবর্তী নির্দেশ দেওয়ারও ঘোষনা করেছেন জেলাশাসক। জেলা প্রশাসনের এমন নির্দেশ কোপাই পাড় দখল করে বেপরোয়া নির্মানের যে ভুরি ভুরি অভিযোগ ছিল তাকেই মান্যতা দিয়েছে। 

এদিন জেলা প্রশাসনের শীর্ষকর্তাদের প্রতিনিধিদল মধুসুদনপুর মৌজার সেই নির্মান স্থলে পা দেন। এলাকা ঘুরে দেখেন। উল্লেখ্য, গত ২০১৩ সালের এক মামলার প্রেক্ষিতে দশটি মৌজায় জমির চরিত্র পরিবর্তন, নির্মান কাজের উপর নিষেধাজ্ঞা রয়েছে। যা জানিয়েছেন জেলাশাসকই। এই দশ মৌজার মধ্যেই পড়ে মধুসুদনপুর মৌজা। ফলে সেই মৌজায় ব্যবসায়িক মুনাফার স্বার্থে নির্মানকাজ নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন থেকে যায়। সেই সব দিক বিবেচনা করেই পরিদর্শন স্থল থেকেই জেলাশাসক শুধু একটি নির্মানই নয়, কোপাই পাড়ে যেকোন ধরনের নির্মানের উপর নিষেধাজ্ঞার নির্দেশ দেন। জেলাশাসক বিধান রায় জানান, ‘‘কোপাই পাড়ের আপাতত সমস্ত ধরনের নির্মান কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।’’ 

Comments :0

Login to leave a comment