দুই কলেজের প্রাক্তনীদের অনুষ্ঠান। স্লোগান ছিল, ‘শুকনো গাঙে আসুক জীবনের বন্যার উদ্যম কৌতুক’। সুরেন্দ্রনাথ এবং বঙ্গবাসী কলেজের প্রাক্তনীদের এই অনুষ্ঠান থেকে সংহতি জানানো হলো দমদম লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী সুজন চক্রবর্তীকে।
এই প্রাক্তনীরাই গড়ে তুলেছেন ‘সুজন’ নামে একটি সংস্থা। রবিবার পানিহাটি লোকসংস্কৃতি ভবনে বিভিন্ন পেশায় যুক্ত প্রাক্তনীদের সভায় ছিলেন সুজন চক্রবর্তী। ছিলেন বিশিষ্ট অভিনেতা নাট্যকার চন্দন সেন, সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদকমন্ডলীর সদস্য এবং উত্তর দমদমের প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য, বিশিষ্ট চিকিৎসক অমিতাভ ভট্টাচার্য, বিমান বসু মল্লিক।
প্রাক্তনীরা বলেছেন যে রাজ্য এবং দেশকে দমবন্ধ করা অবস্থা থেকে বের করতে হবে। সাংস্কৃতিক অবক্ষয় বন্ধ করতে হবে। দমদম থেকে সুজন চক্রবর্তীকে লোকসভায় পাঠাতে হবে। সুজন চক্রবর্তীর হাতে তুলে দেওয়া হয় নির্বাচনী প্রচারের জন্য অর্থ
BANGABASI SURENDRANATH ALUMNI
সুজন চক্রবর্তীর পাশে বঙ্গবাসী-সুরেন্দ্রনাথ কলেজের প্রাক্তনীরা
×
Comments :0