Anubrata Mondal

রায় স্থগিত রইল দিল্লির আদালতে

রাজ্য

প্রোডাকশন ওয়ারেন্ট সংক্রান্ত মামলার শুনানী স্থগিদ রাখলো রাউস অ্যাভিনিউ আদালত। সূত্রের খবর অনুব্রত মণ্ডলকে যাতে দিল্লি নিয়ে না যাওয়া হয় তার জন্য দিল্লি হাই কোর্টের দারস্থ হয়েছেন অনুব্রত মণ্ডলের আিণজীবী কপিল সিব্বাল। অনুব্রতর আইনজীবীর পক্ষ থেকে আবেদন করা হয়েছে যে, মামলাটা যেহেতু পশ্চিমবঙ্গে তাই অনুব্রতকে রাজ্যে রেখেই জেরা করা হোক। 

আদালত সুত্রের খবর শুক্রবার অনুব্রত’র করার আবেদনের শুনানী হতে পারে। আর তারপেরই রায় দিতে পারে ইডি’র বিশেষ আদালত। গত ১৮ নভেম্বর ইডির পক্ষ থেকে দিল্লির একটি বিশেষ আদালতে অনুব্রতর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করার আবেদন করা হয়।  তারই শুনানী ছিল এদিন। 

ইতিমধ্যে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে ইডি’র পক্ষ থেকে। দিল্লির ইডি দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে। তদন্তকারি সংস্থার পক্ষ থেকে বার বার দাবি করা হচ্ছে যে অনুব্রত এবং সাবগলকে মুখোমুখি বসিয়ে জেরা করা প্রয়োজন রবেছে। 

Comments :0

Login to leave a comment