Sandeshkhali

সন্দেশখালিতে অস্ত্র উদ্ধার

জেলা

যে কাজ করার কথা ছিল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর,  সেই কাজ করে দেখালো সাধারণ গ্রামবাসীরা।ফের খবরের শিরোনামে উঠে এলো সন্দেশখালি।দুষ্কৃতীদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো এলাকারই মানুষ। শেখ শাহজাহানের খাসতালুক সরবেড়িয়া থেকে সিবিআই সামান্য কয়েকটি আগ্নেয়াস্ত্র বোমা গুলি উদ্ধার করলেও সন্দেশখালির ৯ টি দ্বীপাঞ্চলের আনাচে কানাচে ছড়িয়ে আছে এমন বহু আগ্নেয়াস্ত্র গুলি বোমা। যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল শিবু হাজরা, উত্তম সরদারদের খাসতালুক সন্দেশখালীর জেলিয়াখালী। সেখানকার পিয়ারাখালি ফেরিঘাট সংলগ্ন এলাকায় শুক্রবার রাতে কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বন্দুক নিয়ে এলাকার মানুষকে ভয় দেখানোর জন্য জড়ো হয়েছিল। এলাকার মানুষেরা তাদের দেখতে পায় এবং তাদের তাড়া করে। দুষ্কৃতীদের কয়েকজনের মধ্যে এলাকার বাসিন্দারা অমিয় তরফদার ও গোলাম মোল্লা নামে দুই যুবককে চিনতে পারে। এলাকার বাসিন্দাদের দাবি এই দুজন বাংলাদেশী। এরা প্রায় বছর পাঁচেক ধরে এলাকায় রয়েছে তৃণমূলের ছত্রছায়ায়। এলাকার বাসিন্দারা তাড়া করলে তাদের কাছে থাকা একটি বড় বন্দুক ফেলে পালিয়ে যায়। এলাকার বাসিন্দারা সেই বন্দুকটিকে উদ্ধার করে এবং এলাকায় টহলদারি কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেয়। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

Comments :0

Login to leave a comment