আশা কর্মীদের বিক্ষোভের জেরে কার্যত অবরুদ্ধ গোটা শহর। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিকে সামনে রেখে বুধবার ছিল আশা কর্মীদের স্বাস্থ্য দপ্তর অভিযান। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার আশা কর্মী সেই অভিযানের যোগ দেওয়ার জন্য কলকাতায় আসেন। হাওড়া, শিয়ালদহে আশা কর্মীদের আটকায় পুলিশ। যা নিয়ে শুরু হয় বচসা। এখানেই শেষ নয় স্বাস্থ্য ভবনের সামনে থেকে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন রেল স্টেশনেও আটক করা হয়েছে তাদের।
ইতিমধ্যে হাওড়া এবং শিয়ালদহ থেকে দুটি মিছিল ধর্মতলার দিকে এগিয়ে চলেছে। পুলিশ মিছিল আটকানোর চেষ্টা করলে তারা ব্যার্থ হয়। আন্দোলনকারিদের দাবি যতক্ষন না পর্যন্ত স্বাস্থ্য দপ্তর তাদের আট দফা দাবিকে মান্যতা দিচ্ছে ততক্ষণ তাদের বিক্ষোভ চলবে।
ASHA WORKER
আশা কর্মীদের আন্দোলনে স্তব্ধ কলকাতা
×
Comments :0